‘ডয়চে ভেলেকে জন্মবার্ষিকীতে শুভেচ্ছা’ | পাঠক ভাবনা | DW | 03.05.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ডয়চে ভেলেকে জন্মবার্ষিকীতে শুভেচ্ছা’

৩রা মে ২০১৩ ডয়চে ভেলে প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে সমস্ত প্রযোজক, প্রযোজিকা, সংবাদদাতা ইঞ্জিনিয়ারসহ ডয়চে ভেলের সঙ্গে সংশ্লিষ্ট সব শুভানুধ্যায়ীকে জানাই এক গুচ্ছ লাল গোলাপের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন৷

একদিন জার্মানির কোলন শহর থেকে ‘ইথারে অম্বরে' যে বেতার পরিষেবার সূচনা হয়েছিল, বিশ্বায়িত সংবাদ দুনিয়ায় নানাভাবে বিকশিত হয়ে সে আজ আমাদের গর্বের সবার প্রিয় ডয়চে ভেলে৷ সময়ের সাথে তাল মিলিয়ে আজ ডয়চে ভেলের উজ্জ্বল উপস্থিতি ওয়েবসাইটের আলোকিত দুনিয়ায়, টেলিভিশনের পর্দায় আর ফেসবুকের রঙিন পাতায়৷ আমি আমার জীবনের ৪৩টি বসন্ত পার করেছি গত ২১শে ফেব্রুয়ারি৷ আর আমার এই জীবনের ২৭টি বছর ধরে ডয়চে ভেলে জড়িয়ে আছে ওতপ্রোতভাবে৷ গত ২৭ বছর ধরে ডয়চে ভেলের খোলা জানালা দিয়ে আমি উঁকি মেরে চলেছি আমার স্বপ্নের দেশ জার্মানির কোলন থেকে বন শহরে৷

আমি মনে করি ডয়চে ভেলের আবেদন যেমন সুশীল সমাজের ব্রাউজিং-এ অভ্যস্ত আলোকিত নাগরিকের কাছে, ঠিক ততটাই ভারত-বাংলাদেশের গ্রামীণ মানুষের মেঠো জীবনে৷ তার বড়ো কারণ আপনাদের নিরলস প্রচেষ্টায় আমরা প্রতিদিনই উপহার পাচ্ছি একটা নতুন পৃথিবী, আমাদের মাতৃভাষায়৷ মাল্টিমিডিয়ার আধুনিক চালচিত্রে ডয়চে ভেলে আজ এক আধুনিক গ্লোবাল ভিলেজ, যেখানে আমরা পাই জার্মানিসহ গোটা বিশ্বের প্রাণস্পন্দন৷ আর তাই আমি ডয়চে ভেলেকেই ‘করিয়াছি জীবনের ধ্রুবতারা৷' আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি ডয়চে ভেলে আমার জীবনের কানায় কানায় জড়িয়ে থাকবে, চিতার অগ্নিদহনে জীবনের সমপানান্তে৷

ডয়চে ভেলে বাংলা বিভাগের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও নমস্কার জানিয়ে শেষ করছি৷ এভাবেই শুভেচ্ছা জানিয়েছেন পুরনো বন্ধু রবিশংকর বসু, সম্পাদক, নিউ হরাইজন রেডিও লিসনার্স ক্লাব, বমনগর, আঁটপুর, হুগলী পশ্চিমবঙ্গ, ভারত থেকে৷

Zeichnungen von Bezazel Ferhat Copyright: privat (die gezeigten Nutzer erklären sich damit einverstanden, dass ihre Bilder im Rahmen von My DW veröffentlicht werden.) *** Nur für My DW zu verwenden *** Bilder gezeichnet von Bezazel Ferhat, privat, zeitlich unbegrenzt und honorarfrei, nur im Zusammenhang mit My DW zu nutzen

৬০ বছরের ডয়চে ভেলেকে স্বাগত জানাচ্ছি৷ আস্তে আস্তে ডয়চে ভেলে বুড়িয়ে যাচ্ছে আর সাথে সাথে তার আত্মীয়-স্বজনদের ছেড়ে দিচ্ছে৷ ভুলে যাচ্ছে সব পুরনো স্মৃতি আর কথা৷ ভালো থাকুক ডয়চে ভেলে নিজের মতো করে৷ শুভ কামনায়, মো. সোহেল রানা হৃদয়, ঢাকা সেনানিবাস, ঢাকা৷

প্রিয় ডয়চে ভেলেকে শুভকামনা জানাচ্ছি তার ৬০তম প্রচার বার্ষিকীতে৷ আমরা শ্রোতারা পরিবর্তিত মাধ্যমগুলোতে ডয়চে ভেলেকে আগামী দিনগুলোতে সঙ্গে পাবো আশা করি – মোহাম্মদ আবদুল্লাহ, উথালী বাজার, চুয়াডাঙ্গা৷

- আরো অনেক পাঠক বন্ধু ডয়চে ভেলের ৬০তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন