1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ড্র করলেও ড্রীম স্টার্ট দক্ষিণ আফ্রিকার

১২ জুন ২০১০

সোয়েটোর সকার সিটি’তে ৮৪,০০০ মানুষ এবং প্রায় সেই পরিমাণ ভুভুজেলা’র সরব সমর্থনে প্রায় জিতেই যাচ্ছিল দক্ষিণ আফ্রিকা, বিশ্বের ৮৩তম বাছাই৷ শেষ অবধি মেক্সিকোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করলেও এটাকে নৈতিক জয় বলা চলে৷

https://p.dw.com/p/Np2I
গোল করার পর সিফিওয়ে শাবালালা'র আনন্দছবি: AP

আশ্চর্য এই যে, দক্ষিণ আফ্রিকার বাফানা বাফানা বা ‘‘ছেলেরা'' এ্যাতো প্রত্যাশা এবং উদ্দীপনার চাপেও তলিয়ে যায়নি, বরং তাদের সাধারণ মানের চেয়ে অনেক উচ্চপর্যায়ে খেলেছে৷ বিশেষ করে বলতে হয় তাদের শারীরিক কন্ডিশন, তাদের ক্ষিপ্রতা এবং দমের কথা৷ হঠাৎ ব্রেক পেলে তারা যে মুহূর্তে কি পরিমাণ বিপজ্জনক হয়ে উঠতে পারে, তার প্রমাণ পেয়েছে মেক্সিকোর টীম৷ বলতে কি, সিফিওয়ে শাবালালা'র ঝলসে ওঠা বাঁ পায়ের শটটাই তার একটা প্রমাণ, যার কল্যাণে দক্ষিণ আফ্রিকা ৫৫ মিনিটের মাথায় এক গোলে এগিয়ে যায়৷

আবার ৭৯ মিনিটের মাথায় মেক্সিকোর দু'জন প্লেয়ার যে পেনাল্টি এরিয়ায় প্রায় বিনা কভারে ক্রসটি নেবার সুযোগ পান, সেটা বাফানা বাফানার ডিফেন্সের সিমেন্ট এখনও শুকোয়নি বলে৷ ওটা কোনো অফসাইড ফাঁদই হয়নি৷ কাজেই রাফায়েল মার্কেজ সুন্দরভাবে গোলি'কে পাশ কাটিয়ে ডানদিকে বলটি নেটে ঢুকিয়ে দেন৷ শেষ হুইসল পড়ার আগে দক্ষিণ আফ্রিকার কাটলেগো ম'ফেলা'র শটটি পোস্টে লাগে৷

দক্ষিণ আফ্রিকার কোচ কার্লোস এ্যালবার্তো প্যারেইরা দলের প্রশংসাই করেছেন, বিশেষ করে তাদের স্নায়ুর৷ মেক্সিকোর কোচ হাভিয়ের আগুইর বলেছেন: ‘‘আমারা প্রথমার্ধের আধিপত্যের সুযোগ নিতে পারিনি৷''

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই