1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ড্রতেই খুশি ইটালির কোচ লিপ্পি

১৫ জুন ২০১০

সোমবার প্যারাগুয়ের বিরুদ্ধে ইটালির ম্যাচের পর মনে হয়েছে যে এটি কোন বিশ্ব চ্যাম্পিয়ন দলের খেলা নয়৷ কিন্তু ইটালির কোচ লিপ্পি প্যারাগুয়ের সঙ্গে ড্র করেই খুশি৷ আর প্যারাগুয়ের জন্য ম্যাচটি বাড়তি আত্মবিশ্বাস এনে দিয়েছে বৈকি৷

https://p.dw.com/p/Nqr5
ইটালির কোচ মার্সেল লিপ্পিছবি: AP

ইটালির এই দল নিয়ে আগে থেকেই বেশ সমালোচনার মুখে পড়েছেন কোচ মার্সেলো লিপ্পি৷ বয়সের ভারে যেন অনেকটাই ন্যুব্জ হয়ে গেছে দলটি৷ সোমবার প্যারাগুয়ের বিরুদ্ধে খেলায় সেটি দেখাও গেল বেশ কয়েকবার৷ প্যারাগুয়ের খেলোয়াড়দের সঙ্গে দৌড়ে পেরে উঠছিলেন না একাধিক ইতালীয় ফুটবলার৷ কিন্তু মার্সেলো লিপ্পি বরাবরই নির্ভর করে থাকেন ট্যাকটিকসের ওপর৷ তার জোরেই বোধহয় এমন অগোছালো ফুটবল খেলেও ম্যাচ হারেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা৷

প্রথমার্ধে আসলে কারা যে খুব ভালো খেলেছে সেটা বোঝা মুশকিল ছিল৷ কিন্তু গোল দিয়েছে প্যারাগুয়ে, সেই হিসেবে কৃতিত্বটা প্যারাগুয়েকেই দিতে হয়৷ আর প্রথমে গোল খাওয়াটা বোধ হয় ইটালির জন্য বরাবরই ভালো, কারণ তাহলেই তারা তাদের বিরক্তিকর ফুটবল থেকে বের হয়ে একটু আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করে৷ এবং দ্বিতীয়ার্ধে সেটাই দেখা গেল৷ গোল খাওয়ার পর বেশ চেপে ধরার চেষ্টা করে আজ্জুরা৷ তার আগে বলি, খেলার ৩৯ মিনিটের মাথায় প্যারাগুয়ের আউরেলিয়ানো টোরেস যে ফ্রিক কিকটি নেন তা থেকে হেড করে গোল করেন আন্তোলিন আলকারেজ৷ হঠাৎ করে এভাবে গোল খাওয়ায় হতচকিত হয়ে পড়ে ইটালি৷ তার ওপর দলের অন্যতম নির্ভরতা গোলরক্ষক বুফন আহত হলে তাকে তুলে নিয়ে দ্বিতীয়ার্ধে বদলী গোলরক্ষক ফেডেরিকো মারচেত্তিকে মাঠে নামাতে হয়৷

Fußball WM Südafrika Italien vs Paraguay Flash-Galerie
গোল করছেন ইটালির রসিছবি: AP

দ্বিতীয়ার্ধে ইটালির খেলোয়াড়দের মাঠভর দৌড়াতে দেখা গেছে৷ তবে বোঝা গেছে যে মধ্যমাঠে নেতৃত্ব দেওয়ার তেমন কেউ নেই৷ এক্ষেত্রে মধ্যমাঠের অন্যতম খেলোয়াড় আন্দ্রে পির্লোর অভাব বেশ ভালোভাবেই বোঝা গেছে৷ আক্রমণভাগেও কাউকে তেমন বিপজ্জনক মনে হয়নি৷ এরপরও খেলার ৬৩ মিনিটের মাথায় কর্নার থেকে গোল করে সমতা ফেরান দ্যানিয়েল দি রসি৷ ম্যাচ শেষে লিপ্পি বলেন, আমাদের খেলায় আমি খুশি৷ যেভাবে আমরা বিশ্বকাপ শুরু করেছি তাতে আমি সন্তুষ্ট৷ তবে লিপ্পি সন্তুষ্ট হলেও সমর্থকরা কিন্তু সন্তুষ্ট নন৷ অন্যদিকে বাছাই পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারিয়ে এসেছে প্যারাগুয়ে৷ বর্তমান চ্যাম্পিয়নদের বিরুদ্ধেও তারা বুঝিয়ে দিয়েছে প্রথম রাউন্ডে বাদ পড়ার জন্য তারা বিশ্বকাপে আসেনি৷ প্যারাগুয়ের কোচ গেরার্ডো মার্টিনো বলেন, বর্তমান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আমরা ভালো খেলেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়৷ ইটালির বিরুদ্ধে এভাবে খেলতে পারাটা আমাদের জন্য আত্মবিশ্বাসের যোগান দেবে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: জাহিদুল হক