1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডেভিড ক্যামরনের ভাই মোহাম্মদ আসিফ’এর আইনজীবী

৬ জানুয়ারি ২০১১

আজ তিন পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং-এর অভিযোগে ট্রাইবুনালের কাজ দোহায় শুরু হয়েছে৷ তিন ক্রিকেট তারকা হলেন মোহাম্মদ আসিফ, সালমান বাট এবং মোহাম্মদ আমির৷

https://p.dw.com/p/zuHO
Salman Butt
এই তিন ক্রিকেটার দোষী সাব্যস্ত হলে তাদের জন্য অপেক্ষা করছে ক্রিকেট মাঠ থেকে পুরোপুরি বহিষ্কারছবি: AP

যদি এই তিন ক্রিকেটার দোষী সাব্যস্ত হন তাহলে তাদের জন্য অপেক্ষা করছে ক্রিকেট মাঠ থেকে পুরোপুরি বহিষ্কার৷ রুদ্ধদ্বার কক্ষে শুরু হয় ট্রাইবুনালের শুনানি৷ চলবে ১১ই জানুয়ারি পর্যন্ত৷ তবে আইনজীবীরা মনে করছেন, এর আগেই ট্রাইবুনালের রায় তাদের হাতে এসে পৌঁছাবে৷

পৃথক তিনটি গাড়িতে আসেন তিন ক্রিকেট তারকা৷ সাংবাদিক বা অন্য কারো সঙ্গে কেউই কথা বলেননি৷ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের একজন কর্মকর্তা জানান, তিনজনই এসে পৌছেছেন৷ বিচার কাজ শুরু হয়েছে৷

গত বছর ইংল্যান্ডে একটি ট্যুরের সময় ইচ্ছা করে নো-বল করার অভিযোগ আনা হয়েছে তিন জনের বিরুদ্ধে৷ তিনজনই তা অস্বীকার করেন৷

এই তিন ক্রিকেটারকে রক্ষা করতে এগিয়ে এসেছেন তিন বাঘা আইনজীবী৷ মোহাম্মদ আসিফের আইনজীবী হচ্ছেন অ্যালান ক্যামেরন, বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ভাই৷ সালমান বাটের আইনজীবী হলেন ইয়াসিন প্যাটেল আর মোহাম্মদ আমিরের আইজীবী পাকিস্তানের শহীদ করিম৷

ম্যাচ ফিক্সিং-এর অভিযোগে গত সেপ্টেম্বর মাসে এই তিন ক্রিকেট তারকাকে সাসপেন্ড করা হয়৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক