1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিপজলকে খুঁজছে পুলিশ

২০ নভেম্বর ২০১০

ঈদের ছুটি শেষে বিরোধী দলের আন্দোলনে আবারও উত্তপ্ত হয়ে উঠতে যাচ্ছে রাজপথ৷ অন্যদিকে প্রধান বিচারপতির বাসায় বোমা হামলার মামলায় যুবদল ও ছাত্রদল নেতাদের মামলা দায়ের করা হয়েছে৷ আজ পত্রিকাগুলোর মূল খবর এগুলো৷

https://p.dw.com/p/QE4n
আসামি ধরতে পুলিশের অভিযানছবি: DW

আন্দোলনে যাচ্ছে বিএনপি

বিরোধী নেত্রী খালেদা জিয়াকে তাঁর ক্যান্টনমেন্টের বাসভবন থেকে উচ্ছেদের পর হার্ডলাইনে যাচ্ছে প্রধান বিরোধী দল৷ কালের কন্ঠের মূল শিরোনাম সর্বাত্মক আন্দোলনের পথে বিএনপি, এই মাসেই আরেকটি হরতাল ডাকা হতে পারে৷ অন্যদিকে বিরোধী দলের আন্দোলনকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করবে আওয়ামী লীগ এই খবরটিও পত্রিকাটি দ্বিতীয় শীর্ষ খবর করেছে৷ সমকাল এবং নিউএইজ পত্রিকাতেও বিরোধী দলের আন্দোলনের খবরটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে৷ নিউ এইজ এর মূল প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপি নেতারা মনে করছেন সরকারের বিরুদ্ধে আন্দোলনের এটাই উপযুক্ত সময়৷

প্রধান বিচারপতির বাসায় হামলার ঘটনায় মামলা

যে পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে তারা সকলেই বিএনপি সমর্থক বলে জানা গেছে৷ সমকাল ও মানবজমিন খবরটিকে প্রধান শিরোনাম করেছে৷ এতে বলা হয়েছে শুক্রবার পুলিশ বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করে৷ এর মধ্যে যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং বিএনপি সমর্থক আইনজীবী ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম রয়েছেন বলে জানা গেছে৷ তাদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলেও জানা গেছে৷ এদিকে, বিএনপি এই মামলা দায়েরের নিন্দা করেছে৷

পালিয়ে বেড়াচ্ছেন ডিপজল

চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে এখন খুঁজে বেড়াচ্ছে পুলিশ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, গাড়ি থামানোর নির্দেশ দেওয়ায় এক ট্রাফিক পুলিশকে মারধর করেছেন তিনি৷ এমনকি পিস্তল দেখিয়ে নাকি হুমকিও দিয়েছেন ডিপজল, এমনটি বলা হয়েছে প্রথম আলোর প্রতিবেদনে৷ জানা গেছে, গত মঙ্গলবার রাজধানীর গাবতলী এলাকায় এই ঘটনা ঘটে৷ এরপর গত চারদিনে পাঁচবার ডিপজলের বাড়িতে অভিযান চালালেও তাকে পায়নি পুলিশ৷

গ্রন্থনা: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার