1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডর্টমুন্ড’এর লীগ শিরোপা জয়ের পিছনে আছে চৌকস কোচ ইউর্গেন ক্লপ

২ মে ২০১১

জার্মান লিগের ফাইনাল খেলা এখনও হয়নি৷ কিন্তু আগের খেলাগুলোতে বুরুসিয়া ডর্টমুন্ড পয়েন্টের দিক থেকে এতোটাই এগিয়ে রয়েছে যে সামনের দুটি ম্যাচ কেবল খেলার জন্যই তাকে খেলতে হবে৷ আর এই বিস্ময়কর সাফল্যের নায়ক নিঃসন্দেহে কোচ ক্লপ৷

https://p.dw.com/p/117i1
চৌকস কোচ ইউর্গেন ক্লপছবি: picture alliance/dpa

বরুসিয়া ডর্টমুন্ড দলের বেশিরভাগ খেলোয়াড়ই তরুণ৷ গড় বয়স তাদের ২২ বছরের কম৷ কিন্তু এদের নিয়ে কোচ ইয়ুর্গেন ক্লপ এমন এক দক্ষ, নির্ভীক টিম গড়ে তুলেছেন যা এক কথায় অপূর্ব৷ জার্মান ফুটবল লীগের চলতি মরশুম শেষ হতে চলেছে৷ ৪৩ বছর বয়স্ক কোচ ক্লপ'এর অধীনে এই তরুণ তুর্কিরা একে বারে ধারাবাহিকভাবে ভাল খেলে গেছে৷ এগিয়ে আছে তারা ৮ পয়েন্টে৷ তার মানে এই দাঁড়িয়েছে যে, সামনের দু'টো খেলা আর তাদের জন্য কোনো বাধা নয়৷

এই সফল কোচ ও তাঁর তরুণ দলের ওপর বর্ষিত হয়ে চলেছে প্রশংসা আর স্তুতি - নানা দিক থেকে৷ জার্মান জাতীয় ফুটবল দলের কোচ খোদ ইওয়াখিম ল্যোয়েভ বলেছেন: ‘‘ ক্লপ তাঁর প্রাসঙ্গিক ও উদ্ভাবনী কাজের মধ্য দিয়ে দলের কাছ থেকে সম্ভাব্য সব কিছু বের করে এনেছেন৷ এক সঙ্গে অনেক অনেক তরুণ খেলোয়াড়কে মাঠে নামানোর যে সাহস দেখিয়েছেন তিনি, তার সুফল মিলেছে৷আমি খুশি তাঁর জন্য এবং তাঁর দলের জন্য৷'' ল্যোয়েভ মনে করেন, ডর্টমুন্ড এই মরশুমে সবচেয়ে ধারাবাহিকভাবে আকর্ষণীয় ফুটবল খেলেছে৷ এবং ফুটবলের কৌশলগত শৃঙ্খলার দিক থেকেও তারা প্রশংসা পাওয়ার যোগ্য৷

খেলার জন্য পঁয়ত্রিশ মিলিয়ন ইউরোর বার্ষিক বাজেট পেয়েছে ক্লাবটি৷ এবং বেশিরভাগ টাকাই এসেছে রূর উপত্যকার আশপাশের এলাকা থেকে৷ বলা হচ্ছে, ডর্টমুন্ড তার যোগ্যতা দিয়েই টাইটেলটি অর্জন করেছে৷ এবং এর ভাগিদার জার্মানির প্রত্যেকে৷

কোচ ইউর্গেন ক্লপ জার্মান লীগের ইতিহাসে সবচেয়ে কম বয়সি কোচ হিসেবে শিরোপা জয় করলেন৷

ডর্টমুন্ড ক্লাবের কোচ হিসেবে এটা তাঁর তৃতীয় মরশুম৷ তাঁর চুক্তি ২০১৪ সাল পর্যন্ত ৷ নিত্যনতুন ডর্টমুন্ডের ফ্যানরাএখন কেবল শেষ মুহূর্তে কাপ হাতে নেয়ার আনন্দ উপভোগ করার জন্য মুখিয়ে আছেন৷ এক ভক্ততো বলেই ফেললেন, লন্ডনে কেট আর উইলিয়ামের বিয়ের চেয়ে ডর্টমুন্ডের জয় অনেক বেশি সুন্দর৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক