1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তান টিভিতে চমক

২৯ মে ২০১৩

টিভি সিরিয়াল৷ সেখানে থাকবে সমাজ পরিবর্তনের আকাঙ্খা৷ দেশটা পাকিস্তান৷ অথচ ধারাবাহিকটি হবে যুক্তরাষ্ট্রের কমেডি ড্রামা সিরিজ ‘গ্লী’-র আদলে৷ পাকিস্তানের মতো রক্ষণশীল দেশে আলোয় আসার আগেই তাই তুমুল আলোচনায় ‘তান’৷

https://p.dw.com/p/18g03
(120408) -- KARACHI, April 8, 2012 () -- A model presents a creation by Pakistani designer Somaya during Fashion Pakistan Week (FPW) in southern Pakistani port city of Karachi on April 8, 2012. FPW's primary objective is to educate, empower and encourage designers and promote traditional crafts. (/Masroor)
ছবি: picture-alliance/Photoshot

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অনুষ্ঠান ‘গ্লী'-র মতো হবে বলেই নয়, বরং তার চেয়েও অনেক এগিয়ে যেতে চায় বলেই ‘তান' নিয়ে আলোচনা এখন তুঙ্গে৷ অনুষ্ঠান সম্পর্কে বেশি কিছু জানা যায়নি৷ সেপ্টেম্বর বা অক্টোবরে শুরু হবে ২৬ পর্বের এই ধারাবাহিক, সেখানে সংগীতের উঠতি শিল্পীদের তুলে ধরা হবে – প্রাথমিকভাবে এইটুকুই জানা গেছে৷ তবে ধারাবাহিকটি শুধু সংগীত বা সংগীত শিল্পীদের মাঝেই সীমাবদ্ধ থাকবেনা৷ রক্ষণশীল সমাজের অনেক ট্যাবু ভেঙে দেয়ারই নাকি প্রয়াস থাকবে সেখানে৷ ‘এটা করোনা, ওটা করা যাবেনা' – অনেক ক্ষেত্রে সময়ের পরিবর্তন, সভ্যতার এগিয়ে চলার মতো বিষয়গুলোকে বিবেচনায় না নিয়ে এমন নিষেধাজ্ঞা অনেক আছে পাকিস্তানে৷ আছে ধর্মীয় গোঁড়ামি৷

Pakistan Karachi Fashion Week Image #: 9206052 Despite rampaging Taliban militants and terrorist bombs, Pakistan Wednedsay, November 4, 2009, began its first-ever fashion week, a four-day glamorous extravaganza in the southern mega-city of Karachi. Protected by tight security, including paramilitary troops, a model struts down the catwalk at the luxury Marriott hotel. Saeed Shah/MCT /Landov
সেপ্টেম্বর বা অক্টোবরে শুরু হবে ২৬ পর্বের এই ধারাবাহিক, সেখানে সংগীতের উঠতি শিল্পীদের তুলে ধরা হবে – প্রাথমিকভাবে এইটুকুই জানা গেছে (ফাইল ফটো)ছবি: picture alliance / landov

এমন আরো অনেক কিছুই আছে যেসব দেখে তরুণদের একাংশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চললেও সার্বিক পরিস্থিতি দেখে পাকিস্তানকে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে কল্পনা করতেও বাঁধে৷ সেখানেই পরিবর্তন চায় ‘তান'৷ তাই ২৬ পর্বের মধ্যে কোথাও হয়ত দেখানো হবে সাম্প্রদায়িক হামলায় সব হারানো এক খ্রিষ্টান তরুণীর গল্প, কখনো দেখা যাবে সমলিঙ্গের দুই পুরুষের ভালোবাসা, দেখা যাবে এক সুন্দরী খ্রিষ্টান তরুণীর সঙ্গে এক উগ্রপন্থী তালেবানের প্রেমও৷

খুব সাহসি এ ধারাবাহিকের কাজ প্রায় শেষ করে এনেছেন পরিচালক সামার রাজা৷ প্রযোজক নাবিল সারোয়ার বেশ আশা নিয়ে তাকিয়ে আছেন সম্প্রচার শুরুর দিনটির দিকে৷ নানা মহলে বিরূপ প্রতিক্রিয়ার শঙ্কাও কি নেই মনে? পাকিস্তানের মতো দেশে এ শঙ্কা উড়িয়ে দেয়া অসম্ভব৷ সে শঙ্কার কথা মনে রেখেই এমন কাজে হাত দিয়েছেন নাবিল৷ তাঁর কথা, পরিবর্তন চাইলে কাজ তো করতেই হবে৷ প্রশ্ন উঠেছে, বিতর্কের জন্ম দিয়ে নিছক প্রচার পাওয়ার জন্যই রক্ষণশীল সমাজেও এমন ধারাবাহিক নির্মান করা হচ্ছে না তো? জবাবে নাবিল বললেন, ‘‘বিতর্কের খাতিরে বিতর্ক কেউ চায়না৷ কেউ চায়না সংঘাত উস্কে দিতে৷ আমরাও তা চাইনা৷''

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য