1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্যাক্সিতে সেরা লন্ডন, পিছিয়ে রোম, প্যারিস

১৭ আগস্ট ২০১০

লন্ডনের ট্যাক্সি চালকরা একদিকে যেমন আন্তরিক, অন্যদিকে কোথায় তাঁরা যাচ্ছেন সে জায়গাটা সম্পর্কেও যথেষ্ট জ্ঞান রাখেন৷ আর এই কারণেই লন্ডনের ট্যাক্সি এবার উঠে এসেছে বিশ্বের প্রথম সারিতে৷

https://p.dw.com/p/OpKg
পর্যটকদের ভোটে এগিয়ে আছে লন্ডনের ট্যাক্সিছবি: AP

এক্সপিডিয়া গ্রুপের একটি অঙ্গসংগঠন ‘ট্র্যাভেল ওয়েব সাইট হোটেলস্ ডট কম'এ বছর এগারো থেকে ২৮মে একটি সমীক্ষা চালান৷ ঊনিশশোরও বেশি পর্যটকদের ওপর চালানো হয় এই সমীক্ষা৷ যেখানে বলা হচ্ছে, ভাড়া অনেক বেশি হওয়া স্বত্ত্বেও লন্ডনের ট্যাক্সি সার্ভিস তাদের অন্যান্য শহরের প্রতিদ্বন্দ্বীদের থেকে পরপর তিনবছর ধরে বেশ এগিয়ে আছে৷ বিভিন্ন ধরণের পর্যটকদের শতকরা ঊনষাট ভাগ ভোট পেয়ে এই সুনাম লাভ করেছে লন্ডনের ট্যাক্সি৷

লন্ডনের ট্যাক্সি চালকরা তাঁদের বন্ধুসুলভ ব্যবহার এবং শহরের বিভিন্ন জায়গার খুঁটিনাটি রাস্তাঘাট চেনার কারণেই ভোট পেয়েছেন বেশি৷ তবে এটা ভাবার কারন নেই যে, লন্ডনে যাঁরা ট্যাক্সি চালান তাঁরা বুঝি এমনিতেই শহরের সবকিছু চিনে যান! এর পেছনে একটা কারণ আছে৷ গাড়ি চালাতে পারলেই এখানে ট্যাক্সি চালক হওয়া যায়না৷ ইংল্যান্ডের রাজধানীতে ট্যাক্সিচালক হতে হলে রীতিমতো একটি পরীক্ষায় পাশ করতে হয়, যাকে বলা হয় টাক্সির লাইসেন্স অর্জনের জন্য প্রয়োজনীয় জ্ঞানের পরীক্ষা৷

Taxi in London
শহরের খুঁটিনাটি রাস্তাঘাটও চেনেন লন্ডনের ট্যাক্সি চালকরাছবি: BilderBox

শতকরা সাতাশ ভাগ ভোট পেয়ে নিউইয়র্কের হলুদ ট্যাক্সিগুলো রয়েছে এই তালিকায় দ্বিতীয় স্থানে৷ কেননা, পর্যটকরা বলেছেন, নিউইয়র্কে ট্যাক্সি পাওয়া অনেক সহজ৷ অন্যদিকে, তালিকায় সবচেয়ে নিচে আছে রোমের ট্যাক্সি চালকরা৷ পর্যটকদের প্রায় দশজনের মধ্যে একজন বলছেন, গাড়ি চালানোর দিক থেকে ইটালির রাজধানী রোমের ট্যাক্সি ড্রাইভাররা একেবারেই দক্ষ নন৷

‘ট্র্যাভেল ওয়েব সাইট হোটেলস্ ডট কম' এর এক মুখপাত্র বলেন, ‘নতুন একটা শহরে এসে অনেক পর্যটকের প্রথম অভিজ্ঞতাই হচ্ছে ট্যাক্সিতে চড়া৷ গবেষণাতেও দেখা গেছে, বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছানোর জন্য ট্যাক্সিই সবচেয়ে জনপ্রিয়৷'

বিশ্বের বিভিন্ন শহরের চালকদের ট্যাক্সি চালানোর দক্ষতা, জ্ঞানের পরিসীমা, বন্ধুত্বসুলভ আচরণ, নিরাপত্তা, পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ের ওপর ভোট নিয়ে এই সমীক্ষাটি করা হয়েছে৷ এতে শতকরা ছাব্বিশ ভাগ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও৷ এরপরই রয়েছে জার্মানির রাজধানী বার্লিন, পেয়েছে শতকরা সতেরো ভাগ ভোট৷ শতকরা চোদ্দো ভাগ ভোট পেয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক৷ স্পেনের রাজধানী মাদ্রিদ রয়েছে ষষ্ঠ স্থানে৷ তারপর রয়েছে কোপেনহেগেন আর ডাবলিন৷ এই দু‘টো শহরের ট্যাক্সি চালকরা পেয়েছেন মাত্র এগারো ভাগ ভোট, আর আরও দুই নামজাদা শহর ফ্রাঙ্কফুর্ট এবং প্যারিস পেয়েছে স্রেফ দশ ভাগ ভোট৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়