1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেস্ট দলে ফিরছেন শেন ওয়ার্ন?

৯ ডিসেম্বর ২০১০

টেস্ট ক্রিকেটে কি আবারও ফিরে আসছেন শেন ওয়ার্ন? অ্যাসেজ সিরিজের পাশে এখন সর্বত্রই শোনা যাচ্ছে এই নিয়ে কথা৷ যদিও ওয়ার্ন এতে হ্যাঁ কিংবা না কোনটাই বলেননি৷ এদিকে ওয়ার্নিকে দলে দেখার জন্য কিন্তু সমর্থকদের চাপ বাড়ছেই৷

https://p.dw.com/p/QToB
আবারও টেস্টে এভাবে দেখা যাবে ওয়ার্নকে?ছবি: AP

মাত্র দুইদিন আগে নিজ দেশের মাটিতে ইংল্যান্ডের কাছে ইনিংসে হেরেছে একসময়ের অজেয় অস্ট্রেলিয়া৷ কে বলবে, মাত্র তিন বছর আগেই এই ইংলিশদের ৫-০ তে হোয়াইট ওয়াশ করেছে এই অসিরাই৷ ইংল্যান্ডকে এভাবে কুপোকাত করার তৃপ্তি নিয়েই ব্যাগি গ্রিন ক্যাপটি খুলে রেখেছিলেন সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন৷ কিন্তু তিন বছরের মাথায় যে তাঁর দলের এতটা অধপতন হবে তা বোধহয় কল্পনাও করতে পারেননি ওয়ার্ন৷

এদিকে এমন হারের পর গোটা অস্ট্রেলিয়াতে চলছে তুমুল আলোচনা৷ যেভাবে খেলে চলেছে রিকি পন্টিং এর দল, তাতে অস্ট্রেলিয়াকে এই অ্যাসেজ সিরিজে লজ্জাজনক পরাজয় দেখতে হতে পারে৷ সমর্থকদের অনেকেই বিশ্বাস করেন অসিদের এই অবস্থা থেকে তুলে আনতে পারেন একজনই৷ তিনি শেন ওয়ার্ন৷ তাই তারা ওয়ার্নকে আবারও টেস্ট দলে দেখতে চান৷ এবং এজন্য উদ্ধার তহবিলও গঠন করা হয়েছে৷ প্রিয় ওয়ার্নকে যাতে দলে ফিরিয়ে আনা হয় সেজন্য জোর দাবি তুলেছে তাঁর ভক্তরা৷

এজন্য সমর্থকদের এসব দাবির কথা কানে গেছে ৪১ বছর বয়স্ক ওয়ার্নের৷ এবং এই ধরণের ভালোবাসায় সত্যিই তিনি অভিভূত৷ বুধবার তিনি লন্ডনে গিয়েছেন, এবং সাংবাদিকরা তাঁকে টেস্ট ক্রিকেটে ফেরার কথা জিজ্ঞেস করেছেন, টুইটারে এমন বার্তাই দিয়েছেন ওয়ার্ন৷ যদিও তিনি জানাননি যে টেস্টে ফেরার তাঁর ইচ্ছা আছে কিনা, আবার সমর্থকদের এই দাবি উড়িয়েও দেননি ওয়ার্ন৷ ফলে বিশ্বব্যাপী ওয়ার্নির সমর্থকদের এখন অপেক্ষা, আবারও কি অ্যাসেজে ফিরে আসছে ৭০৮ টি টেস্ট উইকেটের মালিক ওয়ার্নের মায়াবী ঘুর্ণি?

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই