1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেলিভিশন টক শো নিয়ে হাজির গুপ্তচর-রাজনীতিক চ্যাপম্যান

১৩ জানুয়ারি ২০১১

মার্কিন যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি করতে গিয়ে ধরা পড়ার পর দেশে ফিরে একের পর এক মাঠ গরম করে রাখছেন রুশ গোয়েন্দা অ্যানা চ্যাপম্যান৷ এবার নিজ নামেই টেলিভিশন টক শো উপস্থাপন করবেন এই ‘ভেনাস অফ দ্য ভলগা’৷

https://p.dw.com/p/zwtK
Russian, social, networking, website, Odnoklassniki, Classmates, woman, Anna Chapman, court, charges, conspiracy, Russia, Moscow, টেলিভিশন, টক, শো, হাজির, গুপ্তচর, রাজনীতিক, চ্যাপম্যান
অ্যানা চ্যাপম্যানছবি: AP

বয়স মাত্র ২৮ হলেও এরই মধ্যে ভক্ত জুটিয়েছেন বেশ৷ অ্যামেরিকায় গুপ্তচরবৃত্তি করতে গিয়ে ধরা পড়েন৷ গত জুনে তাঁকে পাঠানো হয় মার্কিন কারাভ্যন্তরে৷ তবে রুশ-মার্কিন বন্দিবিনিময় সূত্রে আরো ক'জন গুপ্তচরের সাথে ফিরে আসেন মস্কোয়৷ অন্যরা ক্যামেরা থেকে হারিয়ে গেলেও চ্যাপম্যান হয়ে উঠেছেন মডেল তারকা৷

এজেন্ট ৯০-৬০-৯০ নামে খ্যাত চ্যাপম্যান৷ ইতিমধ্যে পুরুষ ম্যাগাজিনের কভারে স্বল্প বসনে ধরা দিয়েছেন৷ নামকরা একটি ব্যাংকে পরামর্শক হিসেবেও একটি কাজ জুটে গেছে৷ রাশিয়ার টিভি চ্যানেল ওয়ান-এ জনপ্রিয় গুপ্তচর ধারাবাহিকেও অভিনয় করেছেন চ্যাপম্যান৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে নিয়োজিত সোভিয়েত গুপ্তচরের ভূমিকায় অভিনয় করে মাতিয়েছেন তিনি৷ আবার সম্প্রতি প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুটিনের দল ইউনাইটেড রাশিয়ার তরুণ দলেও হাজির হন৷ শোনা যাচ্ছে, সামনের নির্বাচনে নাকি সংসদের নিম্নকক্ষের জন্যও প্রার্থী হবেন চ্যাপম্যান৷

তবে এবার যোগ হলো রাশিয়ার বেসরকারি টিভি চ্যানেল রেন-টিভিতে নিজের নামে টক শো উপস্থাপনা করার খবর৷ ২১ জানুয়ারি থেকে প্রতি শুক্রবার ভক্তরা পেয়ে যাচ্ছেন চ্যাপম্যানকে একেবারে নিজেদের ড্রয়িং রুমে৷ মানে টেলিভিশনের পর্দায়৷ টক শো'র নাম দেওয়া হয়েছে ‘সিক্রেটস অফ দ্য ওয়ার্ল্ড উইথ অ্যানা চ্যাপম্যান৷' রহস্যঘেরা আধুনিক ঘটনাবলী নিয়ে হাজির হবেন এই গুপ্তচর-রাজনীতিক৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী