টেলিফোনে ঈদের শুভেচ্ছা | পাঠক ভাবনা | DW | 07.10.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

টেলিফোনে ঈদের শুভেচ্ছা

‘‘ঈদ-উল-আযহা – আত্মত্যাগের মহিমায় ভাস্বর এই ঈদ৷ তাই ভোগ নয়, ত্যাগই হোক এই ঈদের অন্যতম শিক্ষা৷ আসুন, পশু কোরবানির সাথে সাথে আমাদের মনের পশুত্বকে বিদূরিত করার চেষ্টা করি৷’’

ঠিক এ কথাগুলোই লিখেছেন বগুড়ার বন্ধু আমীন, মো. শাহিনুর আলম৷ তিনি আরো লিখেছেন, ‘‘ঈদের আনন্দে আত্মহারা হয়ে আমরা যেন আমাদের চার পাশের গরীব-অসহায় মানুষের কথাকে ভুলে না যাই৷ যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন তাঁর আরও বেশি বেশি মহত্ব ও কৃতজ্ঞতা প্রকাশ করি৷ দোয়া করি, আমাদের পেছনে ফেলে আসা জীবনের সব পাপ ও ব্যর্থতার গ্লানি ধুয়ে-মুছে সাফ হয়ে যাক৷ নতুন স্বপ্ন ও প্রত্যয় নিয়ে শুরু হোক আমাদের আগামীর পথ চলা...৷''

গতকাল ঈদের আনন্দ আমাদের সাথে ভাগাভাগি করতে কপিলমুনি, খুলনার পুরনো পাঠক বন্ধু বিকাশ রঞ্জন ঘোষ এবং চুয়াডাঙ্গা থেকে মো.আবদুল্লাহ ও হায়দার মাস্টার টেলিফোন করেছিলেন৷

এছাড়া ই-মেলে ঈদ ও পূজার শুভেচ্ছা জানিয়েছেন আরো অনেক বন্ধু৷ যেমন কলকাতা থেকে খোকন নস্কর লিখেছেন, ‘‘প্রিয় উপস্থাপক উপস্থাপিকা, আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা৷'

‘‘শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করবেন৷ আচ্ছা কুইজ-এর বিজয়ীদের নাম কবে জানাবেন আপনারা? কাঞ্চন কুমার চ্যাটার্জি, সাহানাগার মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ৷''

- ভাই কাঞ্চন কুমার চ্যাটার্জি, আপনি কোন কুইজের ফলাফল জানতে চাইছেন?

‘‘শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই, সেই সাথে ঈদ-উল-আযহার বিশেষ শুভেচ্ছা ডয়চে ভেলে পরিবারের সকলকে৷ অজয় কুমার সরকার, হটুদেওয়ান নাগেরপাড়া, বর্ধমান৷''

‘‘শারদীয়া দুর্গা পূজার শুভেচ্ছা নমস্কার রইল৷ আমি আপনাদের আহ্বানে সাড়া দিয়ে বলছি যে, আমরা ডয়চে ভেলেকে নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসাবে যা দেখছি তা যেন অব্যাহত থাকে৷ আমি আশা করবো ডয়চে ভেলে তথ্যপূর্ণ, সঠিক ও নিরপেক্ষ সংবাদ/প্রতিবেদন প্রকাশ করবে৷ এবং ডয়চে ভেলে তার ঐতিহ্য মেনে চলবে আমার বিশ্বাস৷ ডা. অসিত কুমার দাশ মিন্টু, চট্টগ্রাম৷''

‘‘আপনাদের এই প্রতিবেদনটি পড়ে খুব ভালো লাগলো, তবে শুধু দিল্লি কেন ভারতের অন্যান্য শহরে বাঙালিরা পূজার সময়ে কটা দিন আনন্দে কাটায়৷ ছবিগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ জানালাম৷ আপনাদের সকলের প্রতি রইলো শারদীয়া শুভেছা৷'' এভাবেই আমাদের পূজার শুভেচ্ছা জানিয়েছেন কলকাতার পাঠক-বন্ধু সুহৃদ ব্যানার্জি৷

- ঈদ ও পূজার শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ৷ আপনাদের জন্যও রইলো আমাদের আন্তরিক শুভেচ্ছা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন