1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টুইট করে বিপাকে পড়ল পুলিশ

৩ জানুয়ারি ২০১৭

‘নাফ্রি' শব্দটি দিয়ে নাকি ‘নর্থ আফ্রিকান ইন্টেন্সিভ অফেন্ডার', অর্থাৎ উত্তর আফ্রিকা থেকে আসা অপরাধপ্রবন মানুষদের বোঝানো হয়৷ তবে এটি কোনো ‘সরকারি পরিভাষা' নয় আর তাই এ শব্দ ব্যবহার করে বিপাকে পড়েছে কোলনের পুলিশ৷

https://p.dw.com/p/2VBUu
কোলোনে নিউ ইয়ার্স ইভ
ছবি: DW/D. Regev

কোলনে গতবারের নিউ ইয়ার্স ইভে যা ঘটেছিল, তারপর এবার বিশেষ সতর্কতা নিয়েছিল কোলন পুলিশ৷ ২০১৫-র বর্ষশেষে কোলন রেলওয়ে স্টেশনের সামনের চত্বরে শত শত নারীকে চুরি, ছিনতাই ও শিকার হতে হয়৷ পুলিশের ধারণা, সেবার অপরাধীদের অধিকাংশই ছিল উত্তর আফ্রিকা থেকে আগত পুরুষ৷

তাই ২০১৬-র বর্ষশেষে, অর্থাৎ গত শনিবার রাত্রে বেশ কয়েক শত উত্তর আফ্রিকান কোলন স্টেশনে পা দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের ঘিরে ফেলে অপেক্ষমান পুলিশ৷ প্রায় ৮০০ জনের ‘আইডি' চেক করা হয়৷ শুধু তাই নয়, এ বিষয়ে টুইট করে কোলন পুলিশ জানায়, ‘‘আপাতত মুখ্য রেলওয়ে স্টেশনে বেশ কয়েক শত ‘নাফ্রি'কে চেক করা হচ্ছে৷''

এই ‘নাফ্রি' শব্দটির ব্যবহার নিয়েই সমালোচনার ঝড় উঠেছে৷ শব্দটি নাকি অবমাননাকর এবং তার ব্যবহারের মাধ্যমে উত্তর আফ্রিকা থেকে আগত সব মানুষকে অপরাধীর পর্যায়ভুক্ত করা হচ্ছে, বলছেন অভিযোগকারীরা৷ জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘‘এটা কোনো সরকারি পরিভাষার নীতি নয় অথবা কোনো সরকারি পরিভাষা নয়, যা আমরা ব্যবহার করে থাকি৷''

কোলনের পুলিশ প্রধান ইয়ুর্গেন মাটিস টুইটে শব্দটি ব্যবহৃত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন৷ তবে তিনি এ-ও জানিয়েছেন যে, ২০১৩ সাল থেকে পুলিশ বিভাগে সহিংসতা অথবা অপরাধমূলক কার্যকলাপের প্রবণতা সম্পন্ন তরুণ আফ্রিকানদের বর্ণনা করতে এই শব্দটি ব্যবহার করা হচ্ছে৷

সমালোচকরা বলছেন, শনিবার পুলিশ শুধুমাত্র আকৃতি ও অবয়বের ভিত্তিতে মানুষকে রুখেছে৷ বিরোধী সবুজ দলের যুগ্ম-প্রধান জিমোনে পেটার বলেছেন, ‘নাফ্রি' শব্দটির ব্যবহার ‘পুরোপুরি অগ্রহণযোগ্য'৷

এসি/এসিবি (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান