টপ গেম কুইজের বিজয়ী | পাঠক ভাবনা | DW | 17.06.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

টপ গেম কুইজের বিজয়ী

সোমবার, ১৬ই জুন বাংলাদেশ সময় রাত ১০টায় জার্মানির মুখোমুখি হয় পর্তুগাল৷ সেই খেলা নিয়েই আমাদের প্রশ্ন ছিল: ‘কে জিতবে এই খেলায়?'৷ জার্মানির বিপক্ষে খেলা৷ তাই বলা বাহুল্য, উত্তরও পেয়েছি আমরা হাজারো বন্ধুর কাছ থেকে৷

Merkel WM deutsches Team

চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বিজয়ী জার্মান দল

বিশ্বকাপ উপলক্ষ্যে ডয়চে ভেলের এই ‘বিশেষ টপ গেম কুইজ' প্রতিযোগিতায় এবারের বিজয়ী জেহান রাব্বী৷ ডয়চে ভেলের পক্ষ থেকে তাঁকে আমাদের আন্তরিক অভিনন্দন৷ আপনি দয়া করে আপনার পুরো নাম এবং ঠিকানা আমাদের ই-মেল ঠিকানায় bengali@dw.de কিংবা এই ফেসবুক পাতার ‘মেসেজ' অপশনে পাঠিয়ে দিন৷ ই-মেল করার সময় শিরোনামে দয়া করে ‘বিশেষ টপ গেম কুইজ' লিখে দেবেন৷

প্রিয় পাঠক, বিশ্বকাপ ফুটবল নিয়ে আপনাদের জন্য প্রতিদিনই থাকছে একটি করে প্রশ্ন৷ আপনারা জেনে অবাক হবেন যে, গতকাল আমাদের ফেসবুকে বিশ্বকাপ নিয়ে বিশেষ কুইজের খবরটি পড়েছেন মোট ১,৯২৯,৭২৮ জন পাঠক৷ এছাড়া কুইজে অংশ নিয়েছেন মোট ১,৪০৭জন আর কুইজটি অন্যান্যদের মাঝে শেয়ার করেছেন ১৪৪ জন৷ সেজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ৷ আর হ্যাঁ, এই কুইজে বিজয়ীদের জন্য থাকছে বিভিন্ন পুরস্কার! তাই আর দেরি নয়, এক্ষুনি অংশ নিন এই টপ গেম কুইজে৷

এবার মতামত

প্রিয় ডয়চে ভেলে, প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে কুইজের আয়োজন করায়৷ আমার মতো অনেক শ্রোতাই ভীষণ খুশি হয়েছি৷ আশা করি, এবার অবশ্যই একটি আইপড পাবো৷

Weltmeisterschaft Fußball Brasilien 2014 Brasilien vs Kroatien 1:1

‘বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে কুইজের আয়োজন করায় অনেক শ্রোতাই ভীষণ খুশি’


এখন বিষয় হলো, কুইজের ফলাফল কি মাস শেষে ঘোষণা করা হবে নাকি প্রতি সপ্তাহে? এছাড়াও আপনাদের সাপ্তাহিক বন্ধের দিন, অর্থাৎ রবিবার কি কুইজ বন্ধ থাকবে? বিষয়টি জানালে আমরা
খুশি হবো৷ পুরস্কারের প্রত্যাশায় মিজানুর রহমান, শাহাজাদপুর, সিরাজগঞ্জ, বাংলাদেশ৷

- ভাই মিজান, গতকাল যদি আপনি আমাদের ‘পাঠক ভাবনা' পাতাটি পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই দেখেছেন যে, টপ কুইজের বিজয়ীর নাম পরের দিনই জানিয়ে দেওয়া হচ্ছে৷ তবে এই প্রতিযোগিতা থাকছে প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত৷ শুক্রবার এবং শনিবারের বিজয়ী যাঁরা হবেন তাঁদের নাম ঘোষণা করে হবে প্রতি সোমবার ৷

‘‘টপ গেম কুইজ নিয়ে আমি কোনো মন্তব্য করবো না৷ তবে ডয়চে ভেলে যাই করুক, সকল পাঠকদের জন্যই তা ভালো এবং পাঠকরা তাতে ব্যাপক সাড়াও দিয়ে থাকেন৷ ডয়চে ভেলে নতুনত্বকে প্রাধান্য দেয় – এটা একটি বিশেষ গুণ৷ আমি ডয়চে ভেলের একজন নিয়মিত পাঠক৷ প্রায় প্রতিটি প্রতিবেদন আমি মনোযোগ সহকারে পড়ি৷ কিন্তু সময়ের অভাবে প্রতিটি প্রতিবেদন নিয়ে আমার ভাবনা আপনাদের পাঠাতে পারি না৷'' এমএ, বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া, বাংলাদেশ৷

- ধন্যবাদ সকলকে৷ সব সময় আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশাই করছি৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন