1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টনি অ্যাওয়ার্ডে ১১ টি মনোনয়ন পেল নাটক ‘ফেলা’

৫ মে ২০১০

চলচ্চিত্রের অস্কার কিংবা সঙ্গীতে গ্র্যামির মত থিয়েটার নাটকের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে ধরা হয় টনি অ্যাওয়ার্ডকে৷ আর এবার এই অ্যাওয়ার্ডে ১১টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়ে আলোচনায় উঠে এসেছে ড্যান্স মিউজিক্যাল ‘ফেলা’৷

https://p.dw.com/p/NEXo
আফ্রিকান সঙ্গীত জগতের কিংবদন্তী ফেলা কুটিছবি: AP

তার সঙ্গে যৌথভাবে রয়েছে বিখ্যাত মিউজিক্যাল নাটক ‘লা কেজ আউক্স ফোলে'৷

মঙ্গলবার এই অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা করা হয়৷ নাইজেরিয়ার প্রখ্যাত শিল্পী ফেলা কুটির ওপর নিয়ে নির্মিত ‘ফেলা' নিয়ে এবার অনেকেই আশাবাদী৷ এই নাটকের অভিনেতা সার এনগাউয়াহ সেরা অভিনেতার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন৷ তার সঙ্গে রয়েছেন ‘লা কেজ আউক্স ফোলে'-র দুই অভিনেতা মার্কিন কেলসে গ্র্যামার এবং ব্রিটিশ ডগলাস হজ৷ এই দুই নাটকের পেছনেই ১০টি মনোনয়ন নিয়ে বর্ণবাদ নিয়ে নির্মিত নাটক ‘ফেন্সেস'৷ প্রসঙ্গত, হলিউডের অনেক অভিনেতাই কিন্তু এই থিয়েটারে নিয়মিত অভিনয় করে থাকেন৷ এবার এই ‘ফেন্সেস' নাটক করেই সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন হলিউড তারকা ড্যানজেল ওয়াশিংটন৷ এছাড়াও মনোনয়নের তালিকায় রয়েছেন স্কারলেট জোহানসন এবং জুড ল'র মত হলিউডের নামী-দামী তারকারা৷

Kombo Spielberg Tim und Struppi
এবার টিনটিনকে নিয়েও ছবি করছেন স্পিলবার্গছবি: AP / DW

স্পিলবার্গের নতুন ছবি

আবারও ছবি নির্মাণ করতে যাচ্ছেন প্রখ্যাত পরিচালক স্টিফেন স্পিলবার্গ৷ এবার তার ছবি হবে উপন্যাসিক মাইকেল মোরপুরগোর প্রথম বিশ্বযুদ্ধের অবলম্বনে বিখ্যাত উপন্যাস ‘ওয়ার হর্স' অবলম্বনে৷ জানা যায়, স্পিলবার্গের নতুন এই ছবি মুক্তি পাবে আগামী বছরের আগস্ট মাসে৷ উল্লেখ্য, প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি ছেলে ও তার ঘোড়াকে নিয়ে কাহিনী রচিত হয়েছে ‘ওয়ার হর্স' উপন্যাসটিতে৷ এদিকে এই ছবির বাইরেও বাচ্চাদের উপযোগী একটি থ্রিডি ছবি বানাচ্ছেন স্পিলবার্গ৷ তাঁর এই ছবি ‘দি এ্যডভেঞ্চার অফ টিনটিন' সিনেমা হলগুলোতে আসবে আগামী বছরের শেষ নাগাদ৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: আরাফাতুল ইসলাম