1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঝড়ের পেছনে ছোটেন যারা

কার্স্টিন শ্রাইবার/এআই১৫ ফেব্রুয়ারি ২০১৪

ঝড়বৃষ্টির সময় সাধারণ মানুষ যখন ঘরের মধ্যে বসে থাকেন, তখন সেসব ঝড়ের দিকে ছোটেন একদল জার্মান৷ প্রকৃতির বিরূপ আচরণ কাছে থেকে দেখতে ভালোবাসেন তাঁরা৷ পাশাপাশি করেন জনসেবাও৷

https://p.dw.com/p/1B8PY
ছবি: picture-alliance/dpa

ঝড়ের কাছে যেতে পছন্দ করেন যাঁরা

বন্ধুদের নিয়ে ধ্বংসাত্মক ঝড়ের পেছনে ছুটতে ভালোবাসেন জার্মান নাগরিক আন্সগার ব্যার্লিং৷ ঝড় খোঁজা তাদের শখ৷ তাই ক্যামেরা, ট্রাইপড আর অনুসন্ধানের যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে পড়েন তাঁরা৷

টর্নেডোর পেছনে ছোটা এই মানুষগুলো বছর দশক আগে জার্মানিতে গড়ে তোলেন একটি সংগঠন৷ নাম ‘স্কাইওয়ার্ন৷' ঝড়ের আগাম খবর পেতে তাঁরা নির্ভর করেন রাডারের উপর৷ স্কাইওয়ার্নের সদস্য আন্সগার ব্যার্লিং এই বিষয়ে বলেন, ‘‘আমরা আবহাওয়ার তথ্যের উপর নির্ভর করি৷ বিশেষ করে জার্মান আবহাওয়া দপ্তরের তথ্য৷ পাশাপাশি রাডার থেকে পাওয়া তথ্যও দেখি৷ এ সব তথ্য পর্যালোচনার করে আমরা জার্মানির ঠিক কোন জায়গায় ঝড় হচ্ছে তা শনাক্ত করি এবং গাড়ি নিয়ে বেরিয়ে যাই৷''

Deutschland Wetter Sturm Xaver Sankt Peter Ording
ছবি: Reuters

প্রকৃতির বিরূপ আচরণ খুব কাছে থেকে উপভোগ করেন স্কাইওয়ার্নের সদস্যরা৷ পাশাপাশি আবহাওয়া দপ্তরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েও সহায়তা করেন তাঁরা৷ ব্যার্লিং বলেন, ‘‘জার্মান আবহাওয়া দপ্তরসহ অন্যান্য সংস্থা দূর থেকে ঝড় পর্যবেক্ষণ করে৷ মূলত স্যাটেলাইট, ‘ডাবল-রাডার' থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে তাঁরা ঝড়ের মাত্রা নির্ধারণ করেন৷ আসলে ঘটনাস্থলে কি ঘটছে সেটা তারা বুঝতে পারেন না৷ অন্যদিকে আকাশের দিকে চোখ রাখা আমাদের কাজ৷ আমরা ঘটনাস্থলে গিয়ে খুব কাছ থেকে দেখি কি হচ্ছে, ক্ষতির পরিমাণ কেমন৷ এরপর সেসব তথ্য আমরা আবহাওয়া দপ্তরকে জানাই৷''

উল্লেখ্য, জার্মানিতে প্রতি বছর গড়ে ৪০ থেকে ৬০টি টর্নেডো সৃষ্টি হয়৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই সংখ্যা কখনো কখনো এক হাজারেও পৌঁছায়৷ স্বেচ্ছাসেবী আবহাওয়া পর্যবেক্ষকরা চেষ্টা করলে এসব ঝড়ে প্রাণহানির সংখ্যা কমিয়ে আনতে পারেন৷

জার্মানিতে আশি জনের মতো ‘স্কাইওয়ার্নার' সক্রিয় আছেন৷ চরম আবহাওয়ায় ঘোরাঘুরি শখ তাদের৷ এই শখ মানুষের জীবন বাঁচাতেও সহায়ক৷

বিশেষ ঘোষণা: এই সপ্তাহের অন্বেষণ কুইজে অংশ নিতে ক্লিক করুন এখানে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য