1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জয়ের মধ্য দিয়ে নিউজিল্যান্ড ও শ্রীলংকার বিশ্বকাপ শুরু

২০ ফেব্রুয়ারি ২০১১

মাত্র আড়াই ঘন্টাতেই শেষ হলো বিশ্বকাপের দ্বিতীয় খেলা৷ এই খেলায় কেনিয়াকে ১০ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড৷

https://p.dw.com/p/10Khs
ছবি: AP

রোববার সকালে চেন্নাইয়ের চিদম্বারাম স্টেডিয়ামে হয় এই খেলা৷ টসে জিতে ব্যাট করতে নামে কেনিয়া৷ কিন্তু নিউজিল্যান্ডের বোলিং এর কাছে মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায় কেনিয়া৷ হামিশ বেনেট, টিম সাউদি, ও জ্যাকব ওরামের অসাধারণ বোলিং এ কেনিয়া খেলতে পারে মাত্র ২৩ ওভার ৫ বল৷

অন্যদিকে ৭০ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে কোনো ধরনের বেগ পোহাতে হয়নি নিউজিল্যান্ড দলের৷ উদ্বোধনী ব্যাটসম্যানের মধ্যে একজন মার্টিন গুপটিল করেন ৩৯ রান৷ এবং অন্যজন ব্রেন্ডন ম্যাককালাম করেন ২৬ রান৷ জয় নিশ্চিত হলে ৮ ওভারেই মাঠ ছাড়েন তাঁরা৷

নিজের একদিনের ক্যারিয়ারের সেরা বল করেন নিউজিল্যান্ডের হামিশ বেনেট৷ ৫ ওভারে ১৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি৷ জ্যাকব ওরাম ও টিম সাউদি নেন ৩টি করে উইকেট৷

প্রথমে ব্যাট করতে নেমে ৪০ রানের মধ্যে দুই ব্যাটসম্যান আলেক্স ওবান্দা এবং সেরেন ওয়াটার্সকে হারান কেনিয়া৷ এসময় আলেক্স ৬ রান এবং সেরেন নিতে পারেন ১৬ রান৷ এরপরই ষ্টিভ টিকালো ও কলিন্স ওবুয়াকে হারানোয় বিপদে পড়ে কেনিয়া৷

অন্যদিকে রবিবার শ্রীলংকার হাম্বানটোটায় অনুষ্ঠিত বিশ্বকাপের আরেকটি খেলায় শ্রীলংকা ২১০ রানে হারায় কানাডাকে৷ টসে জিতে ব্যাটিং এ নেমে শ্রীলংকা ৭ উইকেটে করে ৩৩২ রান৷ অন্যদিকে শ্রীলংকার জবাবে ব্যাট করতে নেমে ৩৬ ওভার ৫ বলে ১২২ রানে গুটিয়ে যায় কানাডা৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আরাফাতুল ইসলাম