1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্যাকসনের মৃত্যু স্বাভাবিক নয় বলছে ময়নাতদন্ত রিপোর্ট

১২ জানুয়ারি ২০১১

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যু কি স্বাভাবিক ছিলো, নাকি তাঁকে হত্যা করা হয়েছিলো? এই বিষয়টি নিয়ে আগে থেকে গুঞ্জন উঠলেও, জ্যাকসনের ময়না তদন্তের রিপোর্ট আবারো নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে৷

https://p.dw.com/p/zwd5
ছবি: picture-alliance/ dpa

২০০৯ সালের ২৫শে জুন ৫০ বছর বয়সে মারা যান জনপ্রিয় এই পপ তারকা৷ মাত্রা অতিরিক্ত ওষুধ গ্রহণের ফলে জ্যাকসনের অকাল মৃত্যু হয়েছে কিনা - তা নিয়ে তখন থেকেই দেখা দেয় প্রশ্ন৷ ময়না তদন্তের রিপোর্টেও দেখা যায়, মৃত্যুর সঙ্গে ওষুধ গ্রহণের একটি সম্পর্ক রয়েছে৷ তাই পপ সম্রাটের মৃত্যুর ব্যাপারে তখন থেকেই অভিযোগ ওঠে তাঁর চিকিৎসক ডাক্তার কনরাড মারের বিরুদ্ধে৷

ময়নাতদন্তকারী কর্মকর্তা লস অ্যাঞ্জেলস'এর ফরেনসিক মেডিসিনের প্রধান ক্রিস্টোফার রোজার্স৷ তিনি সাক্ষ্য দেন, পপ তারকার এই মৃত্যু ছিল এক ধরণের নরহত্যা৷ তাই মঙ্গলবার, এ নিয়ে আবারো নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে৷ বিশ্ব বিখ্যাত ঐ গায়কের মৃত্যুর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিচারের কাঠগড়ায় উঠানো হয়েছে ডাক্তার মারেকে৷ বলা হচ্ছে, উদ্দেশ্যমূলকভাবে মাত্রা অতিরিক্ত ওষুধ দিয়ে জ্যাকসনকে হত্যা করেন তিনি৷ এবং এই অভিযোগের কারণেই ডাক্তার মারের মেডিকেল লাইসেন্স বাতিল করা হয়েছে৷

Flash-Galerie Tätowierung Beisetzung von Michael Jackson
ছবি: AP

সম্প্রতি ডেপুটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ডেভিড ওয়ালগ্রেনও বলেন যে, মাইকেল জ্যাকসন অসুস্থ হয়ে পড়ার পর ডাক্তার মারে তাঁকে বেশ হাই ডোজের একটি ইনজেকশান দেন, যার নাম প্রপোফল৷ এখানেই শেষ নয়, ওয়ালগ্রেন আরো জানান, ডাক্তার মারে যে সব ওষুধ মাইকেল জ্যাকসনকে দিতেন সেসব ছিল সাধারণ মেডিক্যাল কেয়ার বহির্ভূত৷

ময়না তদন্তকারী কর্মকর্তা অবশ্য আগেই বলেছিলেন, প্রপোফল এবং লোরাজেপাম - এই দু'টি ওষুধ মূলতঃ জ্যাকসনের মৃত্যুর জন্য দায়ী৷ আর ডাক্তার মারেই জ্যাকসনকে এ দু'টি ওষুধ দিয়েছিলেন৷ শুধু তাই নয়, আইনজীবী জে. মাইকেল ফ্লানাগেন বলেন, কেবলমাত্র ডাক্তার মারেই জ্যাকসনকে ওষুধ গ্রহণের পরামর্শ দিতে পারতেন৷ তাই ক্রিস্টোফার রোজার্স'এর কথায়, নরহত্যার চেয়ে এই বিষয়টি তাঁর কাছে আলাদা কিছু নয়৷ কেননা, মারের দায়িত্বহীনতার কারণেই এমনটি ঘটেছিল৷

তবে উদ্দেশ্যমূলকভাবে ওষুধ প্রয়োগ করার মাধ্যমে ডাক্তার মারে মাইকেল জ্যাকসনকে হত্যা করেছেন কিনা - এখন তা খতিয়ে দেখা হচ্ছে৷ অবশ্য জ্যাকসনের আইনজীবী বলছেন, ডাক্তার মারে ঘরের বাইরে চলে যাওয়ার পরও, পপ সম্রাট নিজেই তাঁর শরীরে ইনজেকশন দিতে পারতেন৷ এখন চলছে সাক্ষ্যপ্রমাণের জন্য প্রাথমিক পর্যায়ের শুনানি৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: দেবারতি গুহ