1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্বালানি সহযোগিতামূলক চুক্তি সই করলো রাশিয়া ও চীন

২৮ সেপ্টেম্বর ২০১০

দুই প্রতিবেশী দেশ চীন এবং রাশিয়ার সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ৷ চীন সফর শেষ করার আগে এমনটাই বলেছেন তিনি৷

https://p.dw.com/p/PORc
চুক্তির আওতায় চীন গ্যাস ও অপরিশোধিত তেল পাবে রাশিয়ার কাছ থেকে (ফাইল ফটো)ছবি: picture-alliance/ dpa

এই সফরকালে দুই দেশের মধ্যে জ্বালানি সম্পর্ক উন্নয়নে বেশ কয়েকটি চুক্তি সই হয়েছে৷ চুক্তি অনুসারে রাশিয়া তার উৎপাদিত অপরিশোধিত তেল এবং গ্যাস রপ্তানি করবে চীনে৷ সেই সঙ্গে দুই দেশ এক সঙ্গে কাজ করবে পরস্পরের কয়লা, বিদ্যুৎ, বিদ্যুৎ সাশ্রয়, নবায়নযোগ্য জ্বালানি এবং পরমাণু জ্বালানি খাতে৷ বেইজিং সফরকালে প্রেসিডেন্ট মেদভেদেভ চীনা প্রেসিডেন্ট হু জিনতাও এবং অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গুরুত্বপূর্ণ জ্বালানি সহযোগিতা বিষয়ে আলোচনা করেন৷

শাংহাই সিটিতে ‘ওয়ার্ল্ড এক্সপো' অনুষ্ঠানে রাশিয়া দিবসের উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতেই মূলত মেদভেদেভের চীন সফর৷ সেখানে চীনা প্রেসিডেন্ট হু জিনতাও এবং চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও-এর সঙ্গে তাঁর আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়৷ দুই দেশের নেতাদের উপস্থিতিতে চীনের গ্রেট হলে বেইজিং এবং মস্কোর জ্বালানি সহযোগিতামূলক চুক্তিগুলো সম্পাদন হয়৷ চুক্তি স্বাক্ষর শেষে মেদেভেদেভ বলেন, ‘‘এই সফরকালে রাশিয়ার বিশাল সংখ্যক প্রতিনিধির চীনে আগমন এই কথাই প্রমাণ করে যে, রাশিয়া ও চীনের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে৷ আমরা এখন বাস্তবিক অর্থেই কৌশলগত অংশীদার৷''

অপরদিকে, চীনা প্রেসিডেন্ট বলেন, ‘দুই পক্ষই বিশ্বাস করে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা নতুন প্রান্তে পৌঁছেছে৷'

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন