জ্ঞানের সাগরে পা দিয়েছি | পাঠক ভাবনা | DW | 22.12.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জ্ঞানের সাগরে পা দিয়েছি

আমি আপনাদের নতুন ওয়েবসাইট ভিজিটর, সব বিষয় এখনো ভাল বুঝিনা তারপরও নিয়মিত ভিজিট করে চলেছি৷

যেমন আজ নিউজলেটার দেখে আমার কাছে মনে হলো জ্ঞানের সাগরে পা দিয়েছি৷ আমার মনে হচ্ছে একটি ছোট জিনিস নদীতে নিক্ষেপ করলে যেমন দেখায়, নিজেকে ঠিক তেমন মনে হচ্ছে৷ নিউজলেটার প্রথম দেখে আমি মুগ্ধ হলাম৷ এখন থেকে প্রতিদিন দেখবো, ধন্যবাদ কর্তৃপক্ষকে৷ এমএ রশিদ চৌধুরী ব্লুস্কাই রেডিও লিসনার্স ক্লাব, চৌধুরী পাড়া, আজমপুর, কুষ্টিয়া

আজ সকালে হেল্থলাইন পর্বে জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানব স্বাস্থ্যের ঝুঁকি সম্পর্কে জেনে ভালো লাগলো৷ পপি বৈদ্য, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ৷

আজ অনুষ্ঠানের শেষের দিকে কিছু অংশ রংপুর বেতার থেকে সম্প্রচারিত এফএম তরঙ্গে শুনতে পাইনি৷ মোস্তাকুর, জলঢাকা, নিলফামারী৷

বার্লিন শহরে পর্যটকদের আকর্ষণ বেশি, দুই জার্মানি এক হওয়ার কারণে৷ এটা গোটা পৃথিবীতে নজির হয়ে আছে আর সে কারণে ট্যুরিষ্টরা বার্লিন শহরে ভীড় জমায়৷ তাছাড়া বার্লিন প্রাচীর পর্যটকদের একটি দেখার স্থান৷ এত সবকিছু আমরা জানতে পারি ডয়চে ভেলের কল্যাণে৷ কাঞ্চন কুমার চ্যাটার্জী, নতুন রেডিও লিসনার্স ক্লাব, মুর্শিদাবাদ৷

‘‘সকাল আটটা, রাত আটটা, ডয়চে ভেলে জুড়ে দেয় খবরের আড্ডা৷মাঝে দেয় গানটা, শেষে কেড়ে নেয় মনটা, তখন কেঁদে ওঠে প্রাণটা৷আবার চেয়ে থাকি, কখন বাজবে আটটা-এই ভেবে কেটে যায় দিনটা৷’’

মোঃ সিরাজুল ইসলাম, কাশীপুর, মনিরের ভিটা, ফুলবাড়ি, কুড়িগ্রাম৷

ওয়েবসাইট খুব ভালো লাগছে তবে তথ্যগুলো আরো ভালোভাবে পরিবেশন করলে ভালো হয়৷ মিডিয়াম ওয়েভে শুনতে পাচ্ছিনা৷ একটি সময়সূচি ও ক্যালেন্ডার পাঠালে বাধিত হবো৷ সুরিত কুমার ব্যানার্জী৷

আপনাদের ওয়েবসাইটে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারদের তথ্যগুলো অত্যন্ত আকর্ষণীয়৷ এর মাধ্যমে আমরা তাঁদের ত্যাগের অনেক মূল্যবান কথা জানতে পরেছি৷ আশাকরি আপনাদের কাজের এই ধারা অব্যাহত থাকবে৷ ডা.এসএস ভট্টাচার্য, নবোদয় পল্লী, মেদিনিপুর৷

সকালের অনুষ্ঠানে দৈনিক সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম শুনি, যা খুব ভালো লাগে৷ আমার অনুরোধ কলকাতার দৈনিক পত্রপত্রিকার সংবাদগুলোর শিরোনাম থাকলেও ভালো হয়৷ বিধান চন্দ্র টিকাদার, জলিরপাড়, গোপালগঞ্জ৷