1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জোড়া শিশু আলাদা করলেন বাংলাদেশের শল্য চিকিৎসকরা

৮ ফেব্রুয়ারি ২০১০

ছয় মাস আগে গত বছরের ২২শে আগষ্ট দিনাজপুর জেলার পার্বতীপুরের প্রত্যন্ত গ্রামে কৃষক দম্পতি কৃষ্ণা পাল ও জয় প্রকাশ পালের ঘরে জোড়া কন্যা শিশু মনি আর মুক্তার জন্ম হয়৷ এই জোড়া শিশুকে নিয়ে বিপাকে পড়েন কৃষক দম্পতি৷

https://p.dw.com/p/LvvY
অপারেশনের পর মনি ও মুক্তাছবি: DW

মনি ও মুক্তার চিকিৎসা এবং কিভাবে তাদের আলাদা করা সম্ভব তা ভেবে পাচ্ছিলেন না ঐ কৃষক দম্পতি৷ আর খরচের বিষয়টিও ছিল তাদের সামর্থ্যের বাইরে৷ শেষ পর্যন্ত এগিয়ে আসে ঢাকা শিশু হাসপাতাল কর্তৃপক্ষ৷

সোমবার সকালে ঢাকা শিশু হাসপাতালের একদল শল্য চিকিৎসক আড়াই ঘন্টার সফল অস্ত্রোপচারের পর শিশু দু'টিকে আলাদা করেন৷ চিকিৎসক দলের প্রধান ড. এআর খান জানান, শিশু দু'টির লিভার, হাড় ও চামড়া সংযুক্ত ছিল৷ তারা তা সফলভাবে আলাদা করেছেন৷ আপাতত শিশু দু'টি শংকামুক্ত হলেও তারা আরও দু'দিন পর্যবেক্ষণে রাখবেন৷ তারপর সর্বশেষ অবস্থার কথা জানাবেন৷

অস্ত্রোপচার সফল হওয়ার পর দুই শিশুর মা কৃষ্ণা পাল আনন্দে কেঁদে ফেলেন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, তাদের দুঃখের দিনের অবসান হয়েছে৷ বাবা জয় প্রকাশ পাল বললেন, এখন শিশু দু'টিকে নিয়ে তারা সুন্দর আগামীর স্বপ্ন দেখতে পারবেন৷

ঢাকা শিশু হাসপাতাল বিনামূল্যে এই অস্ত্রোপচার করেছে৷ বাংলাদেশে জোড়া শিশু আলাদা করার এটি চতুর্থ ঘটনা৷ এর আগে বিভিন্ন সময়ে তিন জোড়া শিশু অস্ত্রপচারের মাধ্যমে আলাদা করা হয়েছে৷ প্রত্যেক ক্ষেত্রে একটি করে শিশু শেষ পর্যন্ত বাঁচেনি৷

প্রতিবেদক : হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক