1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জেলা পর্যায়ে কাজ না করলে চাকরি ছাড়ুন’- চিকিৎসকদের হাসিনা

১৩ মার্চ ২০১১

জাপানের ভূমিকম্পের খবর প্রত্যাশা মতোই জায়গা পেয়েছে রবিবারের সব সংবাদপত্রের প্রথম পাতায়৷ এছাড়া আছে চিকিৎসকদের প্রতি শেখ হাসিনার কড়া বার্তা আর লিবিয়া থেকে বাংলাদেশিদের দেশে ফেরার খবর৷

https://p.dw.com/p/10YGx
সরকারি চিকিৎসকদের প্রতি কড়া বার্তা দিলেন হাসিনাছবি: DW

প্রধান খবর জাপানকে নিয়েই

সবচেয়ে সাজানো গোছানো এশীয় দেশ বলা হতো জাপানকে৷ সেই দেশটিই গত শুক্রবারে সংঘটিত স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প ও ভয়াল সুনামির আঘাতে এখন আক্ষরিক অর্থেই লণ্ডভণ্ড৷ মৃত্যু আর বিভীষিকায় বিধ্বস্ত দেশটিতে মৃতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়ে গেছে৷ এই সংবাদ কালের কন্ঠের৷ প্রায় একই রকম খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের৷ তাদেরও দাবি নিহতের সংখ্যা ১৭'শ ছাড়িয়েছে জাপানে৷ সেইসঙ্গে প্রায় সব সংবাদপত্র এবং সংবাদমাধ্যমের বক্তব্য, জাপানের ভূমিকম্প আর সুনামির ফলে কোন বাংলাদেশির মৃত্যুর খবর নেই৷

সরকারি চিকিৎসকদের জেলা উপজেলা পর্যায়ে কাজ করতে বললেন হাসিনা

উপজেলা বা জেলা পর্যায়ে কাজ করতে না চাইলে সরকারি চিকিৎসকদের চাকরি ছেড়ে দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ একইসঙ্গে চিকিৎসকসহ সমাজের সব স্তরের মানুষকে ঠিকমতো আয়কর দেওয়ারও আহবান জানিয়েছেন তিনি৷ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ১৯তম মেডিকেল সম্মেলন ও বিশেষ বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন৷ প্রধানমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে বলেন, "একটা অভিযোগ আমাকে সব সময়ে শুনতে হয়৷ তা হলো - উপজেলা বা জেলা পর্যায়ে ডাক্তাররা থাকেন না৷ আপনারা সরকারের চাকরি করবেন, সরকারের টাকা নেবেন৷ কিন্তু কর্মস্থলে থাকবেন না৷ সরকারি চাকরি যদি ভালো না লাগে, তা হলে ছেড়ে দেন৷"

লিবিয়া থেকে ফিরছেন বাংলাদেশিরা

লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার পরিপ্রেক্ষিতে শনিবার পর্যন্ত মোট ১৩ হাজার ৪২৯ জন বাংলাদেশি নাগরিক সেখান থেকে ফিরে এসেছেন৷ শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত সচিব মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান৷ তিনি জানান, এই ১৩ হাজার ৪২৯ জনের মধ্যে ১০ হাজার ১৪২ জন ফিরেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায়৷ আর ৩ হাজার ২৮৭ জন ফিরেছেন বিদেশি চাকরিদাতাদের সহায়তায় বা নিজেদের উদ্যোগে৷ মুস্তফা কামাল বলেন, ‘আইওএম আমাদের জানিয়েছে, ২১ মার্চের মধ্যে মোট ১৯ হাজার ৬৪ জনকে ফিরিয়ে আসতে সহযোগিতা দেবে তারা৷' শুক্রবার পর্যন্ত প্রায় ১৬ হাজার বাংলাদেশি লিবিয়া থেকে সীমান্ত অতিক্রম করে তিউনিসিয়ায় আশ্রয় নিয়েছেন বলে জানান তিনি৷ এছাড়া মিশর সীমান্তে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন আরো ৩ হাজার ৯২ জন বাংলাদেশি৷

গ্রন্থনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী