1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেলবন্দি পানাহি আসতে পারলেন না, তাঁর চেয়ার শূণ্য রাখল কান

১৪ মে ২০১০

মুক্তি পাচ্ছেন না জাফর পানাহি৷ ইরানের এই প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাকে জেলবন্দি করে রেখেছে তেহরান প্রশাসন৷ বিশেষ আমন্ত্রণ পেয়েও কান চলচ্চিত্র উত্সবে গরহাজির তিনি৷

https://p.dw.com/p/NNAX
ডান পাশের শূণ্য আসনটি পানাহির জন্যছবি: AP

বিশ্বের অন্যতম প্রধান চলচ্চিত্র উত্সব, কান-এ এ'বছর জুরিবোর্ডের সদস্য হিসেবে জাফর পানাহিকে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ না, তিনি আসতে পারেন নি৷ ইরানের আহমাদিনেজাদ প্রশাসন পানাহিকে জেলবন্দি করেছে গত পয়লা মার্চ৷ অভিযোগ, গত বছর ইরানের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন এবং নির্বাচন পরবর্তী আন্দোলন নিয়ে ছবি বানাচ্ছিলেন পানাহি৷ তাঁকে রাখা হয়েছে কুখ্যাত ইভিন জেলে৷

বৃহস্পতিবার ৪৯ বছরের প্রতিভাবান ইরানি নির্দেশক জাফর পানাহির একটি ভিডিও ক্লিপ প্রদর্শন করেছে কান উত্সব৷ তিন মিনিটের সেই ভিডিওতে দেখা গেছে বছর তিনেক আগে টানা তিন ঘন্টা পানাহিকে যে জেরা করা হয়েছিল তারই অভিজ্ঞতা নিজের মুখে বলছেন পানাহি৷

Offside iranischer Regisseur Jafar Panahi Berlinale 2006 ausgezeichnet mit dem Silbernen Bären
জাফর পানাহিছবি: AP

মুক্তমনা নির্দেশক জাফর পানাহির গ্রেপ্তার নিয়ে মার্চের পর থেকেই সোচ্চার আন্তর্জাতিক মহল৷ কান-এর মত চলচ্চিত্র উত্সব তাঁকে জুরি হিসেবে এ বছর নির্বাচন করার পর তেহরানকে বিশেষ বার্তা পাঠিয়ে অনুরোধ করা হয়েছিল, মুক্তি দেওয়া হোক পানাহিকে৷ কিন্তু, তাতে চিঁড়ে ভেজেনি৷ কান চলচ্চিত্রের আসর তাই সাক্ষী থেকেছে একটি বিরল ঘটনার৷ গত বুধবার উত্সবের উদ্বোধনে দেখা গেছে, মঞ্চের ওপর একটি শূণ্য চেয়ার৷ যে চেয়ারে বসার কথা ছিল জেলবন্দি মানবাধিকারবাদী ইরানি নির্দেশক জাফর পানাহির৷ এভাবেই প্রতিকী প্রতিবাদ জানিয়েছে বিশ্বের প্রথমসারির চলচ্চিত্র উত্সব৷

পানাহির মুক্তির দাবিতে বিশ্বজুড়ে যে জনমত গড়ে উঠছে, তাতে বৃহস্পতিবার যোগ দিলেন এবারের কান চলচ্চিত্র উত্সবে জুরিবোর্ডের প্রধান মার্কিন নির্দেশক টিম বার্টন৷ ফরাসি সরকারের তরফেও পানাহির মুক্তির জন্য বার্তা রাখা হয়েছে তেহরানের উদ্দেশে৷ ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাউখনার এবং ফরাসি সংস্কৃতিমন্ত্রী ফ্রেডেরিক মিতেরঁ এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘ইরানের অন্যতম প্রধান এই নির্দেশককে এবারের কান উত্সবের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নির্বাচন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল৷ তাঁকে মুক্তি দেওয়া উচিত তেহরানের৷' প্রসঙ্গত, কান উত্সবের সেরা ছবির পুরস্কারের নাম ‘পালমে ডে ওর'৷ পানাহি এই উত্সবে যোগ দিতে পারলে তাঁর ওপরেই ভার পড়ত সেই সেরা ছবিটিকে বেছে নেওয়ার কাজে অন্য জুরিদের সহায়তা করার৷ এই পরিস্থিতিতে কান চলচ্চিত্র উত্সবের উদ্বেগ পানাহির মত একজন মানবতাবাদী চলচ্চিত্র নির্দেশকের জন্য স্পষ্ট হয়ে উঠেছে৷ তার প্রভাব কতটা হয়, সেটা অবশ্যই অনুধাবনের বিষয়৷

প্রতিবেদন- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - আরাফাতুল ইসলাম