1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেরুসালেম নিয়ে আন্তর্জাতিক সমালোচনা নেতানিয়াহুর নাকচ

২৩ মার্চ ২০১০

মার্কিন যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জেরুসালেম নিয়ে আন্তর্জাতিক সমালোচনা নাকচ করে দিলেন৷ ওয়াশিংটনে তিনি বলেন, ‘‘জেরুসালেম কোন বসতি নয়৷ এটা আমাদের রাজধানী৷’’

https://p.dw.com/p/MZdr
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু (ফাইল ছবি)ছবি: AP

পূর্ব জেরুসালেম এবং পশ্চিম তীরে ইসরায়েলের ইহুদি বসতি সম্প্রসারণ নীতি শান্তি প্রক্রিয়ার অগ্রগতিতে বাধা৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের আগে একথা বলেন৷

মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলকে কঠিন হলেও প্রয়োজনীয় পথ বেছে নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি৷ সোমবার হিলারি ক্লিন্টন ইসরায়েল-পন্থি এক লবি গ্রুপের বার্ষিক সম্মেলনে এই আহ্বান জানান৷ হিলারি বলেন, ‘‘পূর্ব জেরুসালেম ও পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ নীতি শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পথে বাধা৷ এতে করে ইসরায়েল ও ফিলিস্তিনিদের আলোচনার টেবিলে ফিরিয়ে আনার যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা মুখ থুবড়ে পড়বে৷''

তিনি বলেন, ‘‘পূর্ব জেরুসালেম এবং পশ্চিম তীরের ইহুদি বসতিতে নতুন নতুন বাড়ি নির্মাণের ইসরায়েলের পরিকল্পনা পারস্পরিক আস্থা ক্ষুন্ন করার পাশাপাশি আলোচনার সম্ভাবনাও নস্যাৎ করছে৷'' শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলকে কঠিন হলেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে উল্লেখ করে হিলারি বলেন, ‘‘ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাত সব পক্ষের জন্যই অসহনীয়৷ এটি কেবল সহিংসতার সম্ভাবনাই বাড়ায়৷''

ইসরায়েল সরকারের নতুন ইহুদি বসতি নির্মাণের ঘোষণা নিয়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্র বিরোধের মধ্যে হিলারি এ মন্তব্য করলেন৷ তারপরও হিলারি ভবিষ্যতে ইসরায়েলের নিরাপত্তা অক্ষুন্ন রাখার প্রতিশ্রুতিতে ওবামা প্রশাসনের অটল অবস্থান ব্যক্ত করেছেন৷ তিনি বলেন, ‘‘প্রেসিডেন্টের কাছে, আমার কাছে এবং গোটা প্রশাসনের কাছেই ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই অবস্থানে আমরা অনড় ও অবিচল৷''

একইসঙ্গে তিনি ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ অবসানের পদক্ষেপ নেওয়ার জন্যও ইসরায়েলকে আহ্বান জানান৷ অন্যথায়, একটি নিরাপদ এবং গণতান্ত্রিক ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে বলে সতর্ক করে দেন তিনি৷ এমনকি হামাস শাসিত গাজায় বসবাসকারী মানুষদের মানবিক সংকট কাটাতে পদক্ষেপ নেওয়ার জন্যও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান হিলারি ক্লিন্টন৷

এদিকে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিপ ক্রাউলি জানিয়েছেন, নেতানিয়াহু এবং ক্লিন্টনের মধ্যে সোমবারের বৈঠকের স্থান পরিবর্তন করেছেন মার্কিন সফররত ইসরায়েলি নেতা৷ বৈঠকটি মার্কিন পররাষ্ট্র দপ্তরে হওয়ার কথা থাকলেও এখন তা সরিয়ে নেতানিয়াহু যে হোটেলে রয়েছেন সেখানে করা হয়েছে৷ বিষয়টিকে সফররত বিদেশি অতিথির রাজকীয় বিশেষ অধিকার বলে মন্তব্য করেছেন ক্রাউলি৷

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী