1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রসঙ্গ সিরিয়া

৫ নভেম্বর ২০১৩

সিরিয়া শান্তি সম্মেলনের ইস্যু নিয়ে সিরিয়া বিষয়ক জাতিসংঘ-আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি মঙ্গলবার জেনেভায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন৷

https://p.dw.com/p/1ABgv
ছবি: picture-alliance/AP Photo

গত বছর থেকেই আন্তর্জাতিক সম্প্রদায় চেষ্টা করে যাচ্ছে সিরিয়া যুদ্ধ বন্ধে সরকার ও বিরোধী দলকে এক টেবিলে বসিয়ে আলোচনার ক্ষেত্র প্রস্তুত করার জন্য৷ কিন্তু বরাবরই বিফল হয়েছে তারা৷ তাই আবারো জেনেভায় শীর্ষ কূটনীতিকদের নিয়ে আলোচনায় বসছেন সিরিয়া বিষয়ক জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি৷ প্রথমে তিনি দেখা করবেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী গেনাদি গাতিলভ ও মিখাইল বোগদানোভ এবং যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অফ স্টেট ফর পলিটিকাল অ্যাফেয়ার্স ওয়েনডি শেরম্যানের সঙ্গে৷

রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন, ফ্রান্স ও ব্রিটেনের কূটনীতিকদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি৷ আলোচনার প্রধান বিষয় হলো সিরিয়া যুদ্ধ বন্ধে উদ্যোগ হিসেবে শান্তি সম্মেলনে কারা অংশ নিবে৷

সোমবার রাতে সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান আল-জোবি ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের শর্তে তারা শান্তি সম্মেলনে অংশ নেবেন না৷ রিয়াদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সেখানকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিরিয়া বিষয়ে আলোচনা করার পরই এ ঘোষণা আসে৷

এদিকে রোববার আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা কায়রোতে সমবেত হয়ে সিরিয়ার বিরোধী দলকে সম্মেলনে অংশ নেয়ার ব্যাপারে চাপ দেন৷ বিরোধী দল ন্যাশনাল কোয়ালিশনের প্রধান আহমেদ জাবরা জানান, আগামী শনিবার ইস্তানবুলে বৈঠক করে তাঁরা ঠিক করবেন জেনেভা সম্মেলনে অংশ নেবেন কিনা৷

দীর্ঘ আড়াই বছরের যুদ্ধ ও সংঘর্ষের ফলে সিরিয়ায় অন্তত এক কোটি মানুষের জরুরি সাহায্যের প্রয়োজন হয়ে পড়েছে৷ সোমবার জাতিসংঘ মানবিক অফিস জানিয়েছে, আড়াই বছরের এই গৃহযুদ্ধে ৯৩ লাখ, অর্থাৎ মোট জনসংখ্যার ৪০ ভাগ মানুষের জরুরিভিত্তিতে ত্রাণ প্রয়োজন৷

এ বিভাগের প্রধান ভ্যালেরি আমোস জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন, সিরিয়ার মানবিক পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে৷ ৯৩ লাখ মানুষের মধ্যে ৬৫ লাখই গৃহহীন৷ সিরিয়ার এসব মানুষদের খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তা সহয়তা চেয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আবেদন জানিয়েছেন তিনি৷ গত মাসে ইরাক সীমান্তের কাছে দেইর আল-জোর প্রদেশে ২২ শিশু অচল হয়ে যায়, যাদের মধ্যে ১০ জনের দেহে পোলিও ভাইরাস পাওয়া গেছে৷ তাই শিশুদের ভ্যাক্সিনেশনের আবেদন জানিয়েছেন তিনি৷

অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে, সিরিয়া থেকে অন্তত ২২ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে৷ এবং এ বছরের শেষ নাগাদ তা ৩০ লাখে দাঁড়াবে৷

৩১ মাসের এই যুদ্ধে অন্তত এক লাখ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ৷ জাতিসংঘ বলছে, জর্ডানের বর্তমানে ৬ লাখ সিরীয় শরণার্থী রয়েছে আর লেবাননে আছে ৮ লাখ শরণার্থী৷ তবে এই দুই দেশের সরকারের দাবি সংখ্যাটা আরো বেশি৷

এপিবি/ডিজি (এএফপি/রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য