1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিতলেন ফেদারার, মাঠে ফিরলেন রবেন

৯ জানুয়ারি ২০১১

শনিবার বছরের প্রথম খেতাব দুরন্ত খেলে জিতলেন রজার ফেদারার৷ ওদিকে, বায়ার্ন মিউনিখের তারকা আরিয়েন রবেন শনিবার মাঠে নামলেন ২৩১ দিন বাইরে থাকার পর৷

https://p.dw.com/p/zvJ2
রজার ফেদারারছবি: AP

ফেদারারের ধামাকাদার বিজয়

কাতার ওপেনে শনিবার বিশ্বের দুই নম্বর টেনিস তারকা রজার ফেদারারের মুখোমুখি পড়েছিলেন রাশিয়ার নিকোলাই দাভিদেঙ্কো৷ দোহার খালিফা টেনিস কমপ্লেক্সের স্টেডিয়ামে ফেদারারের দুরন্ত ফর্ম দেখলেন দর্শকরা৷ ফলাফল হয়েছে ৬-৩, ৬-৪৷ ষোলোটি গ্র্যান্ড স্লামের মালিক রজার ফেদারারের সামনে সেভাবে দাঁড়াতে দেখা গেল না দাভিদেঙ্কোকে৷ দাভিদেঙ্কোর সার্ভিস হেলায় ভেঙে দেন ফেদারার এদিন৷ নতুন বছরের প্রথম খেতাব জিতে নিতে অতএব টেনিস বিস্ময় ফেদারারের তেমন কোন অসুবিধাই হয়নি৷

বহুদিন পরে মাঠে নামলেন রবেন, জিতে গেল বায়ার্ন

এদিকে শনিবার বায়ার্ন মিউনিখের সঙ্গে কাতারের স্থানীয় দল আল-ওয়াকরাহ্-র প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে৷ খেলার ফলাফল হয়েছে বায়ার্নের পক্ষে ৪-০৷ এই খেলাতেই দীর্ঘ ২৩১ দিন পর হ্যামস্ট্রিং-এ চোট পাওয়া বায়ার্নের ডাচ উইঙ্গার আরিয়েন রবেন মাঠে নামলেন অবশেষে৷ রবেন অবশ্য প্রথমার্ধের পর আর খেলেন নি৷ কিন্তু তিনি মাঠে নামায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বায়ার্ন সমর্থকরা৷ দীর্ঘ চোটের কারণে গত বছরের বিশ্বকাপেও দেশের হয়ে খেলতে পারেন নি রবেন৷ ধারণা করা হচ্ছে আগামী ১৫ জানুয়ারি রবেন হয়তো বায়ার্নের হয়ে ভল্ফসবুর্গের বিরুদ্ধেও মাঠে নামবেন৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: জাহিদুল হক