1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান মিডফিল্ডার সামি খেদিরা রিয়াল মাদ্রিদে!

৩১ জুলাই ২০১০

বেশ কিছুদিন ধরেই যা শোনা যাচ্ছিল, অবশেষে তাই হল৷ বলছি জার্মান ফুটবলার সামি খেদিরার কথা৷ বুন্ডেসলিগা থেকে তিনি যাচ্ছেন স্পেনের প্রিমেরা লিগের ক্লাব রিয়াল মাদ্রিদে৷

https://p.dw.com/p/OYi6
সামি খেদিরাছবি: AP

পাঁচ বছরের চুক্তিতে ২৩ বছর বয়সী খেদিরাকে রিয়াল মাদ্রিদ দলে নেওয়ার জন্য দিচ্ছে ১৪ মিলিয়ন ইউরো৷ বুন্দেসলিগার ক্লাব স্টুটগার্ট সামি খেদিরার রিয়াল মাদ্রিদে যোগ দেবার খবর দিয়ে বলেছে, খেদিরাকে হারিয়ে তারা দুঃখিত৷ এদিকে রিয়াল মাদ্রিদও শুক্রবার এই খবর নিশ্চিত করেছে৷ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে জার্মান দলকে সেমি- ফাইনাল পর্যন্ত নিয়ে আসতে খেদিরার অনেক বড় ভুমিকা ছিল৷

রিয়ালের নতুন কোচ জোসে মরিনহো আর্জেন্টিনার উইংগার এ্যান্জেল দ্য মারিয়া এবং স্পেনের সের্গিও ক্যানালেস ও পেদ্রো লিও- কে দলে টানেন৷ এরপর সামি খেদিরা তার চতুর্থ সংযোজন৷

সামি খেদিরার মা জার্মান এবং বাবা তিউনিসিয়ান৷ স্টুটগার্টেই জন্মগ্রহণ করেন সামি খেদিরা৷ ভিএফবি স্টুটগার্টে খেদিরা পেশাগত খেলা শুরু করেন ২০০৬ সালে৷ দলটির খেলা পরিচালক ফ্রেড ববিস বলেছেন, যারা খুব স্বাভাবিকভাবে খেলে এবং যাদের খেলা নজর কাড়ে, সেইরকম খেলোয়াড় দল থেকে চলে যাবার ব্যাপারটি সবমসই দুঃখজনক৷ সামি খেদিরাও সেইরকম একজন খেলোয়াড়৷ একই সঙ্গে তিনি বলেন, অন্যদিকে রিয়াল মাদ্রিদে সামি তাঁর নতুন ক্যারিয়ার শুরু করতে যাচ্ছে, সেখানে সামির ইচ্ছে পূর্ণ হোক, তাঁর জন্যে যে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেখানে আমরা তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম