1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান বিনিয়োগকারীরা চায় সুশাসন

২৪ নভেম্বর ২০১০

সুশাসন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক অবস্থা বাংলাদেশে জার্মান বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান পররাষ্ট্র দফতরের স্টেট সেক্রেটারি মার্টিন বিজেল৷ তিনি বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে সহযোগিতার সম্পর্ক বাড়বে৷

https://p.dw.com/p/QH57
ডয়চে ভেলে, বাংলাদেশ, জার্মান, রাষ্ট্রদূত, হোলগার, মিশায়েল, স্টেট, সেক্রেটারি, মার্টিন, বিজেল, Holger Michael, Germany, Bangladesh
জার্মান পররাষ্ট্র দফতরের স্টেট সেক্রেটারি মার্টিন বিজেলের সাক্ষাৎকার নিচ্ছেন ডয়চে ভেলের বাংলাদেশ সংবাদদাতা হারুন উর রশীদ স্বপনছবি: DW

স্টেট সেক্রেটারি মার্টিন বিজেল ৩দিনের সফরে বুধবার ঢাকায় এসেছেন৷ প্রথম দিনে তিনি বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর অনুষ্ঠানে দু'দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বক্তব্য রাখেন৷ তিনি বলেন, সামনের বছর বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য আরো বাড়বে৷

ডয়চে ভেলের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, জার্মান বিনিয়োগকারীরা সুশাসন ও প্রশাসনিক স্বচ্ছতা চায়৷ তারা প্রশাসনিক জটিলতা এবং বিচার ব্যবস্থায় অনিয়ম অপছন্দ করেন৷ বাংলাদেশকে এ বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে৷ তিনি বলেন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বিনিয়োগকারীর নিরাপত্তা ইস্যুও কাজে দেয়৷

Martin Biesel Holger Michael
ঢাকায় জার্মান পররাষ্ট্র দফতরের স্টেট সেক্রেটারি মার্টিন বিজেল এবং জার্মান রাষ্ট্রদূত হোলগার মিশায়েলছবি: DW

তিনি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সরাসরি কথা না বললেও শান্তিপূর্ণ রাজনৈতিক অবস্থার ওপর জোর দেন৷ তিনি বলেন, বিনিয়োগকারীরা সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি পছন্দ করেন না৷

অন্য এক প্রশ্নের জবাবে মার্টিন বিজেল বলেন, ব্যবসা-বাণিজ্য ছাড়াও সংস্কৃতি ও শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ ও জার্মানির মধ্যে সম্পর্ক বাড়াতে জার্মান দূতাবাস এবং গ্যোয়েটে ইনস্টিটিউট কাজ করছে৷ তিনি প্রসঙ্গত ডয়চে ভেলের ভূমিকারও প্রশংসা করেন৷

অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত হোলগার মিশায়েল এবং বাংলাদেশ-জার্মান চেম্বারের সভাপতি সাইফুল ইসলামও বক্তব্য রাখেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক