1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান পত্রপত্রিকায় দক্ষিণ এশিয়া

২২ মার্চ ২০১০

ভারত-রুশ সহযোগিতা, বলিউড কায়দায় ইন্ডিয়ান ক্রিকেট লীগ অন্যান্য বিষয়ের সঙ্গে স্থান করে নিয়েছে জার্মানির পত্রপত্রিকায়৷ কী বলছে পত্রিকাগুলো?

https://p.dw.com/p/MYwD
লোলিত মোদি (ফাইল ফটো)ছবি: AP

দীর্ঘদিন ধরেই ভারত তার সেনাবাহিনীকে আধুনিক করে তুলছে৷ সানন্দে গ্রহণ করছে রুশ সামরিক সরঞ্জাম৷ রাশিয়ার রপ্তানি খাতে হিসেবের খাতা এর ফলে পূর্ণ হয়েছে, মনে করে জার্মানভাষী সুইস দৈনিক নয় স্যুরশার সাইটুং৷ রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারী সংস্থা রসোবোরোনএক্সপোর্ট-এর জন্য গত বছরটা ছিল এক রেকর্ডের বছর৷ এই সুইস দৈনিক মনে করে, শুধু সামরিক উপকরণ কেনা নয়, নতুন দিল্লি আর মস্কোর মধ্যে অভিন্ন স্বার্থ রয়েছে অনেক বেশি৷ পত্রিকা লিখছে: পুটিন ভারত আর রাশিয়ার সামনে অভিন্ন হুমকির কথা জোর দিয়ে উল্লেখ করেছেন৷ যেমন আফগানিস্তান আর পাকিস্তান থেকে সক্রিয় সন্ত্রাসী গ্রুপগুলো... পরমাণু জ্বালানি ক্ষেত্রেও রাশিয়া আর ভারতের মাঝে রয়েছে ঘনিষ্ঠ সহযোগিতা৷ যেখানেই কোন দেশ পরমাণু শক্তি কেন্দ্র তৈরি করতে চায়, রপ্তানিমুখী রাশিয়া তাকে সাহায্য করতে এগিয়ে আসে৷ রুশ পরমাণু কর্তৃপক্ষ রোসাটম-এর প্রধান সের্গেই কিরিয়েঙ্কো মনে করেন, ভারতে পরমাণু ব্যবসাটার অঙ্ক কয়েক বিলিয়ন ডলার নয়, তার বহুগুণ বেশি৷

গণস্পোর্টস, সোপ অপেরা আর ব্যবসার এক মিশ্রণ ঘটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আমজনতাকে টানতে ব্যস্ত৷ এ ক্ষেত্রে স্পোর্টস ম্যানেজার ললিত মোদির আদর্শ হল অ্যামেরিকার জাতীয় বাস্কেটবল লীগ এনবিএ, মন্তব্য করেছে দৈনিক ফ্রাংকফুর্টার আলগেমাইনে সাইটুং৷ পত্রিকা লিখছে: ক্রিকেটের চিরাচরিত অনুগামীরা মনে করেন, ললিত মোদি এক বিপ্লব ঘটিয়েছেন৷ ক্রিকেটের সাবধানী খেলাটাকে তিনি উত্তেজনায় ভরপুর এক আদল দিয়েছেন৷ ওভাল ক্রিকেটের অতি বিশদ, অন্তহীন ম্যাচের জায়গায় এসেছে এখন সন্ধ্যার প্রাইম টাইম টেলিভশনে দেখার এবং ফ্লাডলাইটের আলোয় দেখার এক সংক্ষিপ্ত সংস্করণ৷ টিমগুলোর নাম এখন নাইট রাইডার্স, সুপার কিংস অথবা ডেয়ার ডেভিলস... দিল্লি, মুম্বই অথবা কোলকাতার স্টেডিয়ামে শুধু সাধারণ ফ্যানরাই নয়, উপস্থিত দেশের সুন্দরীরা আর ধনীরাও৷ গণস্পোর্টস, ব্যবসা আর সোপ অপেরার এই মিশ্রণ ভারতীয়দের মাঝে সৃষ্টি করেছে দারুণ উদ্দীপনা৷ এই শক্তিটাকেই ললিত মোদি তাঁর ভবিষ্যৎমুখী ধারণা কার্যকর করতে ব্যবহার করছেন এবং ব্যবসাটাকেও এগিয়ে নিচ্ছেন৷

ভাষান্তর: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী