1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান জাতীয় ফুটবল দলে কুরানিকে ফেরানোর উদ্যোগ

১৫ এপ্রিল ২০১০

কোচের সঙ্গে মনোমালিন্যের জের ধরে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন শালকে ক্লাবের স্ট্রাইকার কেভিন কুরানি৷ বিশ্বকাপ টিমে তাঁকে ফিরিয়ে আনার জন্য চাপ বাড়ছে৷

https://p.dw.com/p/MxrN
জার্মান দলকে আরও শক্তিশালী করতে কুরানিকে প্রয়োজন বলে অনেকেই মনে করছেনছবি: AP

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবলের আসরের সময় যত এগিয়ে আসছে, অংশগ্রহণকারী টিমগুলির রূপরেখাও ক্রমশঃ আরও স্পষ্ট হয়ে আসছে৷ জার্মান জাতীয় দলে শেষ পর্যন্ত কে কে খেলবেন, তা এখনো চূড়ান্তভাবে বলা না গেলেও কিছু খবর ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে৷ কোচ ইয়োআখিম ল্যোভ ইতিমধ্যে এবিষয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করেছেন৷ তবে শালকে ক্লাবের কেভিন কুরানিকে শেষ পর্যন্ত দলে স্থান দেবেন কি না, তা তিনি এখনো জানান নি৷ আগামী ২ সপ্তাহের মধ্যে তিনি এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান৷ মোটকথা চাপের মুখে তিনি কোন সিদ্ধান্ত নিতে চান না; সামগ্রিকভাবে দলের স্বার্থে তিনি এবিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন৷ আগামী ৬ই মে পর্যন্ত মনোনয়নের জন্য সময় রয়েছে৷ তবে ১লা জুনের মধ্যে চূড়ান্ত টিমের নাম ঘোষণা করতেই হবে৷

কুরানিকে জাতীয় দলে ফিরিয়ে নেওয়ার জন্য নানা মহল থেকে চাপ আসছে৷ খোদ ফ্রানৎস বেকেনবাউয়ার এমন আহ্বান জানিয়েছেন৷ ২০০৮ সালে কুরানি রাশিয়ার বিরুদ্ধে এক ম্যাচে খেলার সুযোগ না পেয়ে কোচ ল্যোভ'কে না জানিয়ে স্টেডিয়াম ছেড়ে চলে গিয়েছিলেন৷ তারপর থেকে ল্যোভ আর তাঁকে জাতীয় দলে খেলার সুযোগ দেন নি৷ এখন ল্যোভ অতীত ভুলে বিশ্বকাপে সাফল্যের স্বার্থে আবার কুরানি'কে ফেরত নেন কি না, সেটা দেখার জন্য ফুটবল অনুরাগীরা অপেক্ষা করে রয়েছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক