1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান কোচের অনেক চিন্তা

১ জুন ২০১০

আডলার, বালাক, রল্ফেস, ট্রেশ এবং এবার ভেস্টারমান - এতগুলো প্লেয়ার বাদ পড়ার পর ইওয়াখিম ল্যোভ যে দক্ষিণ আফ্রিকায় ঠিক কা’কে কোথায় রেখে টীম সাজাবেন, তা তিনিই জানেন৷

https://p.dw.com/p/NeXD
অধিনায়ক লাম, গোলরক্ষক নয়ারছবি: AP/DW-Fotomontage

নিশ্চিত গোলরক্ষক রবার্ট এনকে'র আত্মহত্যা দিয়ে যা শুরু হয়েছিল, পরে একটির পর একটি খেলোয়াড়ের আহত হয়ে বাদ পড়ায় সেই শনির দশা আজ অবধি চলছে৷ ২৯শে মে হাঙ্গেরির বিরুদ্ধে খেলা থেকেও ল্যোভ যে বিশেষ নতুন কিছু জানতে পেরেছেন, এমন নয়৷ তবে লুকাস পোডোলস্কি আস্তে আস্তে গিয়ারে আসছে৷ মারিও গোমেজ এবং কাকাও দু'জনেই গোল করেছে৷ যদিও মিরোস্লাভ ক্লোজে'র এখনও ফর্ম খুঁজে পেতে বাকি৷ ওদিকে স্যামি খেদিরা বালাকের জায়গা নিতে পারে৷ ঐ অবধি৷

অথচ প্রশ্ন থেকে যাচ্ছে অনেক৷ ফিলিপ লাম'কে ক্যাপ্টেন করা হল: এটা এমন একটা সিদ্ধান্ত যে এ-বিষয়ে কোনো বিরোধ থাকতে পারে না৷ শালকে'র মানুয়েল নয়ার সম্পর্কে স্বয়ং অলিভার কান যখন উচ্ছ্বসিত, তখন তাকে স্বচ্ছন্দে গোলে রাখা চলতে পারে৷ কিন্তু ধরুন: লাম'কে ডানদিকে না বাঁদিকে, কোন দিকে রাখা হবে? লাম স্বয়ং ডানদিকে খেলতেই ভালোবাসেন৷ ডিফেন্সে পের মের্টেসাকার এবং আর্নো ফ্রিডরিশের জুটি মোটামুটি বিকল্প হিসেবে গ্রহণ করা যায়৷ যেরকম মাঝমাঠে বাস্টিয়ান শোয়াইনস্টাইগারের সঙ্গে স্যামি খেদিরা'র জুটি - যদিও তাদের কখনও এই কম্বিনেশনে পরীক্ষা করা হয়নি৷

Fußballtrainer WM 2010 Joachim Löw Deutschland Flash-Galerie
জার্মান কোচের অনেক চিন্তাছবি: picture-alliance/ dpa

ফরোয়ার্ডে ইওয়াখিম ল্যোভের গোপন ফেবারিট মিরো ক্লোজে যখন উন্নতির লক্ষণ দেখাচ্ছে না, তখন ল্যোভের আশা এখন ‘পোল্ডি', লুকাস পোডোলস্কি, যার সম্বন্ধে ল্যোভ বলেছেন: ‘‘অফেন্সিভে সম্ভাবনা লুকাসেরই সবচেয়ে বেশী৷'' চৌঠা জুন পোডোলস্কির বয়স হবে ২৫৷ এ্যাতো কম বয়সে তার চেয়ে বেশী বার জাতীয় একাদশে কেউ খেলেনি অথবা এতো বেশী গোল করেনি: ৭২টি খেলায় ৩৮টি গোল৷ সে তুলনায় জার্মানির সর্বকালের সেরা গোলন্দাজ গের্ড ম্যুলার ২৫ ছোঁবার সময় জাতীয় একাদশের জার্সি গায়ে চড়িয়েছিলেন মাত্র ২৭ বার - অবশ্য তা'তেই গোল করেছিলেন ৩০ বার৷ ল্যোভের আপাতত পোডোলস্কি দিয়েই চলবে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: দেবারতি গুহ