1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান কাপের ফাইনালে ব্রেমেন, কোলন'এর সমর্থকদের শাস্তি

২৪ মার্চ ২০১০

জার্মান কাপের সেমিফাইনালে আউগ্সবুর্গ'কে ২-০ গোলে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন ভ্যার্ডার ব্রেমেন ফাইনালে পৌঁছে গেল৷

https://p.dw.com/p/MaRM
ব্রেমেন দলের ক্লাউডিও পিৎসারোছবি: AP

বুধবার শাল্কে ও বায়ার্ন মিউনিখের মধ্যে দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে৷ এই ম্যাচে যে ক্লাবের জয় হবে, আগামী ১৫ই মে বার্লিনে ফাইনাল ম্যাচে তার মুখোমুখি হবে ভ্যার্ডার ব্রেমেন৷ এই নিয়ে ১০ বার ফাইনাল ম্যাচ খেলার মর্যাদা অর্জন করলো ব্রেমেন৷

মঙ্গলবারের ম্যাচে ৩০ মিনিটের মাথায় ব্রেমেন'এর পক্ষে প্রথম গোলটি করেন মার্কো মারিন৷ ৮৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোল আসে ক্লাউডিও পিৎসারো'র কিক থেকে৷ দ্বিতীয় ডিভিশনের ক্লাব আউগ্সবুর্গকে ফাইনালে যাবার স্বপ্ন ত্যাগ করতে হল৷ এর আগে ২০০৪ সালে দ্বিতীয় ডিভিশনের ক্লাব হিসেবে একমাত্র আলেমানিয়া আখেন জার্মান কাপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল৷

Fußball FC Köln HSV Hamburg 3:3
এফ সি কোলন’এর ফ্যানদের জন্য শাস্তির বিধান দিল আদালতছবি: AP

এদিকে এফ সি কোলন দলের সমর্থকদের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞার রায় দিয়েছে জার্মান ফুটবল ফেডারেশনের এক আদালত৷ বুন্ডেসলিগা ও জার্মান কাপের একাধিক ম্যাচে মাঠে মশাল জ্বালা ও বাজি পোড়ানো থেকে শুরু করে অন্যান্য খারাপ আচরণের জন্য আগামী ১০ই এপ্রিল হফেনহাইম'এর বিরুদ্ধে ম্যাচে কোলন'এর সমর্থকদের মাঠে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে৷ শুধু তাই নয়, এফ সি কোলন দলকে ৩০,০০০ ইউরো জরিমানাও দিতে হবে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই