1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান কাপের ফাইনালে বায়ার্ন, হ্যার্টা’র সমর্থকদের শাস্তি

২৪ মার্চ ২০১০

আগামী ১৫ই মে বার্লিনে জার্মান কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভ্যার্ডার ব্রেমেন ও বায়ার্ন মিউনিখ৷ এদিকে একের পর এক জার্মান ক্লাবের সমর্থকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে৷

https://p.dw.com/p/MbiA
এক্সট্রা টাইমে শাল্কে’কে ১-০ গোলে হারালো বায়ার্নছবি: AP

মঙ্গলবার আউগ্সবুর্গ'কে সহজেই ২-০ গোলে হারিয়ে জার্মান কাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল ভ্যার্ডার ব্রেমেন৷ বুধবার দ্বিতীয় সেমিফাইনালে কিন্তু অত সহজে কোন ফয়সালা হয় নি৷ শাল্কে ও বায়ার্ন মিউনিখের সংগ্রাম চলল মূল ম্যাচের পর এক্সট্রা টাইম পর্যন্ত৷ শেষ পর্যন্ত ১১১ মিনিটের মাথায় বায়ার্ন দলের আরইয়েন রবেন চোখ ধাঁধানো একটি গোল করে দলের মান রক্ষা করলেন৷ ফলে এই নিয়ে ১৭ বারের মত জার্মান কাপের ফাইনালে পৌঁছল বায়ার্ন মিউনিখ৷ ব্রেমেন এই নিয়ে ১০ বার ফাইনালে পৌঁছেছে৷

Nürnberg Hertha BSC Fan-Krawalle
জার্মানির ফুটবল মাঠে ফ্যানদের তাণ্ডব বেড়ে চলায় দুশ্চিন্তায় পড়েছে ফুটবল ফেডারেশনছবি: AP

জার্মান কাপ ভ্যার্ডার ব্রেমেন না বায়ার্ন মিউনিখ'এর ঝুলিতে যাবে, তা জানার জন্য আগামী ১৫ই মে পর্যন্ত অপেক্ষা করতে হবে৷ কিন্তু জার্মান ফুটবলের উপর কালো ছায়া ফেলছে মাঠে ফ্যানদের নিন্দনীয় আচরণ৷ মঙ্গলবার এফ সি কোলন ক্লাবের সমর্থকদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়েছিল৷ এর আওতায় তারা দলের আগামী ম্যাচে মাঠে প্রবেশ করতে পারবে না৷ এফ সি কোলন দলকে ৩০,০০০ ইউরো জরিমানাও দিতে হবে৷ বুধবার হ্যার্টা বিএসসি ক্লাবের বিরুদ্ধেও ৫০,০০০ ইউরো জরিমানা এবং দলের ফ্যানদের আগামী ম্যাচে মাঠে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করলো জার্মান ফুটবল ফেডারেশনের আদালত৷ তার পরের ম্যাচে হ্যার্টা'র মাত্র ২৫,০০০ ফ্যান মাঠে প্রবেশ করতে পারবে৷ এই দুই দৃষ্টান্তমূলক শাস্তির রায়ের মাধ্যমে বাকি ক্লাব ও সমর্থকদেরও হুঁশিয়ার করে দিতে চায় জার্মান ফুটবল ফেডারেশন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: রিয়াজুল ইসলাম