1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান কাপের ফাইনালে ডুইসবুর্গ

২ মার্চ ২০১১

সেকেন্ড ডিভিশন ক্লাব হয়েও জার্মান কাপের ফাইনালে পৌঁছে গেল ডুইসবুর্গ৷ ২১শে মে ফাইনালে তাদের বায়ার্ন বা শালকে দলের মুখোমুখি হতে হবে৷

https://p.dw.com/p/10Ric
ছবি: picture-alliance/dpa

বার্লিনে জার্মান কাপের সেমি ফাইনালে সেকেন্ড ডিভিশনের আরেক ক্লাব এনার্গি কটবুস'কে ২-১ গোলে হারিয়ে দিল ডুইসবুর্গ৷ প্রায় গোটা ম্যাচ জুড়েই ডুইসবুর্গ'এর আধিপত্য বজায় ছিল৷ কটবুস'ও অবশ্য মরিয়া হয়ে জয়ের জন্য লড়েছে৷ এমনকি শেষ মুহূর্তে দ্বিতীয় গোলের সুযোগ পেয়ে ডুইসবুর্গ'এর জয়কে প্রায় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছিল কটবুস৷ তাছাড়া প্রথমার্ধে রেফারি একটি পেনাল্টি কিকের প্রাপ্য সুযোগ না দেওয়ায় খেলার মোড় ঘুরে যায় বলে অভিযোগ করেছেন কটবুস'এর কোচ ক্লাউস ডিটার ভলিৎস৷

মঙ্গলবারের ম্যাচে ডুইসবুর্গের হয়ে গোল করেন স্টেফান মায়ারহোফার ও স্রজান বালইয়াক৷ কটবুসের হয়ে গোল করেন নিলস পেটারসেন৷ ডুইসবুর্গের কোচ মিলান সাসিচ এই জয়ের ফলে আবেগে আপ্লুত হয়ে পড়েন৷ ১৯৯১ সালে যুদ্ধবিধ্বস্ত ক্রোয়েশিয়া থেকে জার্মানিতে আশ্রয় নিয়েছিলেন তিনি৷ আজ এই সাফল্য তাঁর কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে৷

বুধবার দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচ খেলবে প্রথম ডিভিশনের দুই ক্লাব বায়ার্ন মিউনিখ ও শালকে৷ এই ম্যাচে বায়ার্ন জিতলে পয়েন্টের বিচারে ইউরোপীয় লিগে নিজেদের জায়গা পাকা করে নেবে ডুইসবুর্গ৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আরাফাতুল ইসলাম