1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির হতাশা, যুক্তরাষ্ট্র চমক আর ইংল্যান্ডের ড্র

১৯ জুন ২০১০

জার্মানির জন্য শুক্রবার ছিল হতাশার দিন৷ লাল কার্ড পেয়ে ক্লোজের বিদায়, পোডোলস্কির পেনাল্টি মিস আর সার্বিয়ার বিরুদ্ধে ১-০ গোলে পরাজয়৷ সব মিলিয়ে এবারের বিশ্বকাপে বড় অঘটনের শিকার দলটি৷

https://p.dw.com/p/NxEm
ছবি: AP

যুক্তরাষ্ট্রের চমক

স্লোভেনিয়া প্রথমার্ধে দুই গোল দিলেও দ্বিতীয়ার্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তা শোধ করেছে ৷ ফলাফল দুই-দুই৷ তবে, এই খেলায় মার্কিনিরা যে এমন ঘুরে দাঁড়াবে, তা বোধহয় কল্পনাও করেনি কেউ৷ বরং শুরুতে তাদের দেখা গেছে গায়ের জোর দেখাতে, স্লোভেনিয়ার একের পর এক খেলোয়াড়কে ফাউল করতে৷ এরই মাঝে ১৩ মিনিটে স্লোভেনিয়ার পক্ষে প্রথম গোল করেন ভাল্টার বিরসা৷ ডি-বক্সের বাইরে থেকে নেয়া তাঁর অসাধারণ শট ঠেকানোর বিন্দুমাত্র চেষ্টা করেননি মার্কিন গোলরক্ষক টিম হাওয়ার্ড৷ ৪২ মিনিটে গোলের ব্যবধান বাড়ান স্লাটান লুবিয়ানকিচ৷

WM Südafrika 2010 Slowenien vs USA Flash-Galerie
স্লোভেনিয়ার বিরুদ্ধে অ্যামেরিকার চমকছবি: AP

দুর্ভাগ্য মার্কিনিদের

দ্বিতীয়ার্ধের শুরুতেই যুক্তরাষ্ট্রের পক্ষে গোল করেন ল্যান্ডন ডোনোভান৷ এরপর ৮২ মিনিটে মাইকেল ব্র্যাডলি খেলায় সমতা আনেন৷ কিন্তু তারপরও দুর্ভাগ্য মার্কিনিদের৷ কেননা, ৮৬ মিনিটে তাদের আরেকটি গোল ফাউলের অজুহাতে বাতিল করেন রেফারি৷ আর তাই, ৩-২ এর বদলে ২-২-এ এই খেলা শেষ হয়৷

বিপাকে ইংল্যান্ড

WM Südafrika 2010 England vs Algerien Flash-Galerie
ইংল্যান্ড আলজিরিয়া ড্রছবি: AP

শুক্রবার শেষ খেলায় গোলশূন্য ড্র করে ইংল্যান্ড এবং আলজিরিয়া৷ পর পর দু'ম্যাচে ড্র করায় এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের প্রাণপ্রদীপ নিভু নিভু৷ তাদের পরের ম্যাচ স্লোভেনিয়ার সঙ্গে৷ আর সেটায় জয় ছাড়া বিকল্প নেই ইংলিশদের৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী