‘জার্মানির সাধারণ নির্বাচন' | পাঠক ভাবনা | DW | 16.09.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘জার্মানির সাধারণ নির্বাচন'

আগামী সপ্তাহেই জার্মানির সাধারণ নির্বাচন৷ জার্মান নির্বাচন ২০১৩ নিয়ে ডয়চে ভেলের পরিবেশনাগুলো থেকে বাস্তব পরিস্থিতি জানতে পারছি৷

সাধারণ নির্বাচনের আগে বাভারিয়া রাজ্যের নির্বাচনে ম্যার্কেলের মিত্র রাজনৈতিক দল সিএসইউ-এর সাফল্য আগামী ২২শে সেপ্টেম্বরের নির্বাচনে ম্যার্কেলের কাছে ইতিবাচক বার্তাই বহন করছে বলে মনে হয়৷

খুব ভালো লাগলো লোরেলাই খ্যাত পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা রাইন নদী – সর্বনাশী মৎসকন্যা লোরেলাই এর উপর সমাজ সংস্কৃতি শীর্ষক ওয়েবপেজের বিশেষ ফোকাস৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লী থেকে এই ই-মেলটি পাঠিয়েছেন৷

লেখার শুরুতে ডয়চে ভেলে পরিবারকে জানাই এই বর্ষায় বাংলার বুকে ফোটা সবগুলো শাপলা ফুলের শুভেচ্ছা৷ ডয়চে ভেলে কুইজ প্রতিযোগিতার আয়োজন করার পর অনেকেই সেই চেনা আঙিনায় ফিরতে শুরু করেছে৷ তবে ইনবক্সে যাদের নাম প্রতিনিয়ত শোনা যেত তাদের অনেকেই আজ ডিডাব্লিউ থেকে দূরে৷ আজ আমার এই লেখার মাধ্যমে সকল পুরনো শ্রোতাকে আহ্বান করবো পুনরায় ডয়চে ভেলেতে লিখতে৷

আপনাদের ঢাকার পোস্ট বক্স কি এখনো চালু আছে? ডাকে কি মাসিক কুইজের উত্তর পাঠানো যাবে? কিছু দিন আগে একজন শ্রোতার প্রশ্নের উত্তরে পাঠক ভাবনা পাতায় দেখতে পেলাম অন্বেষণ কুইজে নাকি মোবাইল থেকে অংশগ্রহণ করা যাবে৷ নীচে দেওয়া আপনাদের লিংক থেকে বহু চেষ্টা করেও অংশ নিতে পারলাম না৷ শুভেচ্ছান্তে মো.রাসেল শিকদার, শ্রীনাথদী,কেন্দুয়া, মাদারীপুর৷

- ধন্যবাদ দুজনকেই৷ হ্যাঁ অবশ্যই ধাঁধার উত্তর ডাকে পাঠানো যাবে৷ বন্ধুদের অনুরোধ করবো বেশি দেরি করে পাঠাবেন না৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন