1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগে খুশি লেবানন

২২ মে ২০১০

মধ্যপ্রাচ্য সফরের শুরুতে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে লেবাননের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন৷ বৈঠকে লেবাননের শীর্ষ নেতারা মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে জার্মানির উদ্যোগের প্রশংসা করেন৷

https://p.dw.com/p/NUtR
লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে জার্মান পররাষ্ট্রমন্ত্রীছবি: picture-alliance/dpa

জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে শনিবার বৈরুতে লেবাননেন প্রেসিডেন্ট মিশায়েল সুলায়মান-এর সঙ্গে বৈঠক করেন৷ এসময় ভেস্টারভেলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় জার্মান সরকারের সক্রিয়তার কথা পুনরায় ব্যক্ত করেন৷ তিনি বলেন, আমরা লেবাননকে সুস্থিত অবস্থায় দেখতে আগ্রহী এবং একইসঙ্গে মধ্যপ্রাচ্যেও শান্তি প্রতিষ্ঠা করতে চাই৷

সুলায়মান-এর সঙ্গে বৈঠক শেষে লেবাননের বর্তমান সুস্থিত অবস্থার প্রশংসা করেন ভেস্টারভেলে৷

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আলী চামি'র সঙ্গেও৷ দুই নেতার মধ্যে কথা হয় আঞ্চলিক উন্নয়ন, লেবাননের প্রতি ইসরায়েলের হুমকি আর ইসরায়েলের বিমান বাহিনীর লেবাননের আকাশসীমা লঙ্ঘন নিয়ে৷

বৈঠক শেষে চামি বলেন, আমি জার্মান মন্ত্রীকে জানিয়েছি যে, এই বছর ইসরায়েল ৬,৫০০ বার লেবাননের আকাশসীমা লঙ্ঘন করেছে৷

এদিকে, সুলায়মান এবং চামির সঙ্গে বৈঠক শেষে ভেস্টারভেলে লেবাননের উপকূলে অবস্থানরত জার্মান নৌবাহিনীর শিবির পরিদর্শন করেন৷ বলা প্রয়োজন, লেবাননের উপকূল ব্যবহার করে হিজবুল্লাহ গোষ্ঠীর কাছে অস্ত্র চোরাচালান রোধে জার্মান নৌবাহিনী সেখানে অবস্থান করছে৷

ভেস্টারভেলের বৈরুত সফর অবশ্য শুরু হয়েছে শুক্রবার থেকেই৷ এদিন প্রথমেই তিনি সাক্ষাৎ করেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারারির সঙ্গে৷ বৈঠকে হারারি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা খুবই জরুরী বিষয় এবং এই শান্তি প্রতিষ্ঠায় জার্মান উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এসময় হারারি আরো বলেন, জার্মানি মধ্যপ্রাচ্যের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে৷ একইসঙ্গে লেবাননে জাতিসংঘের শান্তি মিশনে জার্মানির অংশগ্রহণ অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি৷

উল্লেখ্য, মধ্যপ্রাচ্য সফরের প্রথম অংশে লেবানন সফর করেন ভেস্টারভেলে৷ ইতিমধ্যেই বৈরুত সফর শেষে মিশরের উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি৷ শনিবার রাতে কায়রোতে মিশরের সরকারি কর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ভেস্টারভেলের৷ এরপর তিনি সিরিয়া সফরে যাবেন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ