1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির প্রেসিডেন্ট নির্বাচন বুধবার

২৯ জুন ২০১০

আজ বুধবার জার্মান সময় বেলা ১২টায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু৷ কে হবেন নতুন প্রেসিডেন্ট?

https://p.dw.com/p/O68i
ছবি: AP/DW-Grafik

লোয়ার স্যাক্সনি রাজ্যের মুখ্যমন্ত্রী সিডিইউ দলের বিশিষ্ট রাজনীতিক ক্রিস্টিয়ান ভুল্ফ৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের বর্তমান কোয়ালিশন সরকারের শরিক দল খ্রিস্টীয় গণতন্ত্রী ইউনিয়ন সিডিইউ, খ্রিস্টীয় সামাজিক ইউনিয়ন ও উদারপন্থি এফডিপি দলের প্রার্থী তিনি৷ এমনিতে তাদের ভাগে প্রতিনিধি সংখ্যা বেশি৷ তাঁরা যদি সরকারি কোয়ালিশনের প্রার্থীকেই প্রথা মেনে ভোট দেন তাহলে তো বিরোধী সামাজিক গণতন্ত্রী দল এসপিডি ও সবুজ দলের প্রার্থী ইওয়াখিম গাউকের জয়ের আশা নেই৷ তবে সরকার পক্ষের প্রতিনিধিদের মধ্যে গাউকের পক্ষ নিতে পারেন, এমন আভাসও আছে৷

ক্ষমতাসীন জোট সরকারের শরিক দল সিডিইউ/সিএসইউ-র সংসদীয় গোষ্ঠির নেতা ফল্কার কাউডার মুখ্যমন্ত্রী ক্রিস্টিয়ান ভুল্ফ প্রসঙ্গে মঙ্গলবার বলেন, ‘‘তিনি জোট সরকারের প্রার্থী৷ ফেডারেল পরিষদে ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে৷ আমাদের দেশের গণতন্ত্র সবসময়ই সংখ্যাগরিষ্ঠতার মধ্যে দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে৷ আমি নিশ্চিত করে বলতে পারি যে, ক্রিস্টিয়ান ভুল্ফ নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন৷ ''

সবুজ দলের সংসদীয় গোষ্ঠির নেতা ইয়ুর্গেন ট্রিটিন ইওয়াখিম গাউক সম্পর্কে তাঁর মত দিলেন৷ তিনি জানান, ‘‘ আমরা শুরু থেকেই বলে আসছি আমরা এমন একজনকে প্রার্থী হিসেবে চাই যার নিজস্ব ব্যক্তিত্ব আছে৷ যিনি প্রজ্ঞার অধিকারী৷ তবে কিছু প্রশ্নে তাঁর অবস্থানের সঙ্গে আমরা একমত না হলেও সেটাকে আমরা মেনে নেবো৷ আমার কাছে এটাই স্বাভাবিক মনে হয়েছে৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদন: আবদুল্লাহ আল-ফারূক