1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির জয়ে পাগল জার্মানরা

৪ জুলাই ২০১০

শনিবার আর্জেন্টিনার বিরুদ্ধে জিতেছে জার্মানি, সেটা যেনতেন জয় নয়, ৪-০ গোলের ব্যবধানে বিশাল জয়৷ স্বভাবতই এই জয়ে উল্লসিত জার্মানরা, জার্মান দলের ভক্তরা৷

https://p.dw.com/p/OAE9
ছবি: AP

আর্জেন্টিনার গোলে প্রথম বল জড়ান থমাস মুল্যার৷ শোয়ানস্টাইগারের ফ্রি কিকে আলতো করে মাথা ছোঁয়ান তিনি, আর তাতেই গোল৷ উচ্ছ্বসিত মুল্যার খেলা শেষে জানালেন, ‘‘আজ যা ঘটেছে, তা স্বভাবতই দারুণ৷ আর্জেন্টিনাকে ৪-০ গোলে উড়িয়ে দেবার পর কী বলবো সেটা নিজেকেই ভাবতে হয়৷ শুধু বলা যায়, এটা একটা জোরদার খেলা ছিল৷ এবং পুনরায় গোটা দলটাই খেলেছে৷ সকলেই জান দিয়ে খেলেছে৷''

WM Südafrika 2010 Deutschland vs Argentinien Flash-Galerie
মুল্যার এবং ক্লোজেছবি: AP

জার্মান কোচ ইওয়াখিম ল্যোভও বোধহয় এতবড় জয় আশা করেননি৷ শনিবারের দিনটিকে তিনি তাই আখ্যা দিলেন বড় সাফল্যের দিন হিসেবে৷ তিনি বলেন, ‘‘ইংল্যান্ডের বিরুদ্ধে আমাদের খেলাটা দেখলে স্বভাবতই গর্ব বোধ করা যায়৷ আজকেও আমরা দ্বিতীয়ার্ধে যা খেলেছি, তাতে খেলার আনন্দ এবং গতি দুটোই ছিল৷ দল চ্যাম্পিয়ন হবার আগ্রহ দেখিয়েছে বলা যায়৷''

কেপ টাউনের গ্রিন পয়েন্ট স্টেডিয়ামে বসে এই খেলা দেখেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ মুল্যার, ক্লোজে আর ফ্রিডরিশের গোলের সঙ্গে সঙ্গে চ্যান্সেলরের উল্লাসও দেখা গেছে টেলিভিশনের পর্দায়৷ খেলা শেষে ম্যার্কেলের মন্তব্য হচ্ছে, এই জয় স্বপ্নের মতো৷

Fußball WM 2010 England Deutschland Flash-Galerie
জয়ের উচ্ছ্বাসছবি: AP

শনিবার দুপুর থেকেই জার্মানদের দেখা গেছে সাদা, সোনালি কিংবা কালো জার্সি পড়ে রাস্তায় ঘুরে বেড়াতে৷ কেউ কেউ অবশ্য সারা শরীরেই জড়িয়ে নিয়েছিল পতাকা৷ উৎসবের এমন উপলক্ষ্য জার্মানিতে যেন সচরাচর দেখা যায়না৷ খেলা শেষে বার্লিনে উচ্ছ্বসিত এক ভক্ত তাই বললেন, এমন জয় অভাবনীয়৷

আরেকজনের কথায়, তরুণ জার্মান টিম ভবিষ্যত দেখাচ্ছে৷ কাপ এবার আমরাই জিতবো৷

সেমিফাইনালে বুধবার জার্মানির মুখোমুখি স্পেন৷ সে খেলাতেও আর্জেন্টিনার বিরুদ্ধে পাওয়া এমন জয়ের পুনরাবৃত্তি চায় জার্মানি এবং অবশ্যই জার্মান ভক্তরা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী