1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির উত্তরে হানোফার বিশ্ববিদ্যালয়

১৬ আগস্ট ২০১০

হানোফার বিশ্ববিদ্যালয় জার্মানির শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি৷ যাত্রা শুরু হয়েছিল মাত্র ৬৪ জন ছাত্র-ছাত্রী নিয়ে৷ বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে প্রায় ২১ হাজার ছাত্র-ছাত্রী৷

https://p.dw.com/p/Ood2
বইয়ের কমতি নেই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারেছবি: dpa

হানোফার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৮৩১ সালে৷ তখন বিশ্ববিদ্যালয়ের নাম ছিল ‘হাইয়ার ট্রেড স্কুল অব হানোফার'৷ সাধারণ বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, সমাজ বিজ্ঞান, অর্থনীতি এবং আইন বিষয় নিয়েই পড়াশোনায় আগ্রহ দেখাচ্ছে ছাত্র-ছাত্রীরা৷ ভবিষ্যতে গবেষণা এবং অধ্যাপনার শীর্ষে পৌঁছাতে চায় হানোফার ইউনিভার্সিটি – সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি৷

সবমিলে প্রায় ৯টি অনুষদ রয়েছে হানোফার ইউনিভার্সিটিতে৷ এই অনুষদগুলোর অধীনে প্রায় ১৬০টি বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়৷ সেই বিষয়গুলোতে গ্রাজুয়েশন, মাস্টার্স এবং পিএইচডি করার সুযোগ রয়েছে৷ বিশ্ববিদ্যালয়ে রয়েছেন তিনশো'র ও বেশি অধ্যাপক এবং তাঁদের সহযোগিতা করে যাচ্ছেন আরো প্রায় এক হাজার অ্যাকাডেমিক স্টাফ৷

Hannover Test Windrad Rotorblatt Uni Hannover
হানোফার বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিতে তৈরি হচ্ছে উইন্ডমিলছবি: DW/Böhme

হানোফার বিশ্ববিদ্যালয়ে অনেক বিদেশি ছাত্র-ছাত্রী পড়াশোনা করছেন৷ একুশ হাজার ছাত্র-ছাত্রীর মধ্যে চার হাজার বিদেশি ছাত্র-ছাত্রী রয়েছেন৷ এরা এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ অ্যামেরিকা থেকে এসেছেন৷

শুরু করবেন কীভাবে ?

বাংলাদেশের ছাত্র শরীফুল ইসলাম৷ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে তিনি পদার্থবিজ্ঞান নিয়ে মাস্টার্স করেছেন৷ এখন হানোফার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন৷ তিনি ডিএএডি থেকে বৃত্তি পেয়েছেন৷ অর্থাৎ জার্মানিতে তাঁর থাকা, খাওয়া এবং আসা-যাওয়ার পুরো খরচ বহন করছে ডিএএডি৷ তিনি জানালেন বাংলাদেশে থাকতে জার্মানিতে বৃত্তির খবর কীভাবে পেয়েছেন৷ তিনি জানান, ‘‘আমি প্রথম শুনেছি আমার বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের কাছ থেকে৷ উনিই আসলে আমাকে এখানে পড়াশোনার জন্য আবেদন করতে উৎসাহিত করেন৷ এর পর আমি গ্যোটে ইন্সটিটিউটে যাই এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরো অনেক ধরণের তথ্য সংগ্রহ করি৷ এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও অনেক তথ্য জানতে পারি৷''

Hannover Messe Partnerland Indien Bundeskanzlerin Angela Merkel, rechts, geht waehrend ihres Eröffnungsrundgang am Montag, 24. April 2006, auf der Hannover Messe in Hannover
বেশ কিছুদিন আগে হানোফার মেলায় অতিথি দেশ ছিল ভারতছবি: AP

অর্থাৎ ঢাকাস্থ গ্যোটে ইন্সটিটিউট বা ভারতের মাক্স-ম্যুলার ভবনে জার্মানিতে পড়াশোনা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরো অনেক ধরণের তথ্যের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন৷ জার্মানিতে আসার জন্য কীভাবে নিজেকে তৈরি করবেন তাও আপানার জানতে পারবেন৷ শরীফুল ইসলাম জানালেন, তাঁর প্রস্তুতির কথা৷ তাঁর ভাষ্য,‘‘ আমি প্রথমে একটা ভাষা শিক্ষার কোর্স করেছি৷ এরপর আমার নিজস্ব পাবলিকেশসের ওপর চেষ্টা করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশতঃ তেমন কিছুই করতে পারিনি৷ এর পাশাপাশি আমি দেশে একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গে জড়িত ছিলাম – আমার কর্ম অভিজ্ঞতাও অনেক সাহায্য করেছে বলে আমি মনে করি৷ ''

জার্মান ভাষার প্রয়োজনীয়তা

আমরা সবসময়ই বলেছি জার্মানিতে পড়াশোনার জন্য জার্মান ভাষাটির প্রয়োজনীয়তার কথা৷ কাঙ্ক্ষিত কোর্স জার্মান ভাষায় পরিচালিত না হলেও জার্মান ভাষা শেখা প্রয়োজন৷ প্রতিদিনের চলাফেরা, কেনা-কাটার জন্য জার্মান ভাষা শেখা জরুরি৷ এছাড়া জার্মান ভাষা জানা থাকলে জার্মানরাও সাদরে গ্রহণ করবে অতিথি ছাত্র-ছাত্রীকে৷ সে প্রসঙ্গে শরীফুল ইসলাম বললেন, ‘‘জার্মানিতে জার্মান ভাষার প্রয়োজন নিঃসন্দেহে অনেক বেশি৷ আমি মনে করি এই ভাষা যে যত দ্রুত আয়ত্ব করতে পারবে সে তত দ্রুত নিজেকে জার্মান সমাজ এবং সংস্কৃতির সঙ্গে একাত্ম করতে পারবে৷ চলাফেরাও তাঁর জন্য সুবিধাজনক হবে৷ দৈনন্দিন জীবন তাঁর কাছে অনেক সহজ হয়ে যাবে৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ