‘জার্মানিতে দত্তক শিশু’ | পাঠক ভাবনা | DW | 31.07.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘জার্মানিতে দত্তক শিশু’

জার্মানিতে দক্ষিণ কোরীয় শিশুদের দত্তক নেওয়ার প্রবণতা সম্পর্কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পড়ে স্পষ্ট ধারণা পেলাম৷ শিশু সাহায্য সংস্থা ‘ট্যার দে সম্’-এর কর্মকাণ্ড সম্পর্কে পড়ে ভীষণ ভালো লাগলো সুন্দর এই প্রতিবেদনটি৷

আমাদের দেশে গুজরাট, রাজস্থানে প্রতি বছর ঘুড়ি ওড়ানো উত্সব অনুষ্ঠিত হয়৷ জার্মানিতে কি এই রকম ঘুড়ি ওড়ানো হয়ে থাকে বা ঘুড়ি উত্সবের আয়োজন করা হয়? যদি হয় তাহলে সমাজ সংস্কৃতি পাতায় এই নিয়ে ছবি সহ একটি প্রতিবেদনের অনুরোধ রইলো৷

বেলাল মোহাম্মদের নাম আমি শুনিনি, কিন্তু যেহেতু তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা, সেই কারণে সমগ্র বাংলাদেশির হৃদয়ে তাঁর এক বিশিষ্ট স্থান আছে৷ ইচ্ছা ছিল আব্দুল্লাহ আল-ফারূককে দেওয়া একান্ত সাক্ষাৎকারটি শোনার৷ কিন্তু অডিও ফাইলটি খুলতে পারলাম না ওয়েবসাইটে৷ তাঁর প্রয়াত আত্মার প্রতি আমার অন্তরের শ্রদ্ধা নিবেদন করছি৷

- প্রতিদিনের মতো আজও পাঠক বন্ধু সুভাষ চক্রবর্তী ওয়েবসাইটের বিভিন্ন প্রতিবেদন সম্পর্কে ই-মেলে তাঁর মতামত জানিয়েছেন৷ আর কোনো পাঠকের মতামত আমাদের কাছে না আসায়, ‘পাঠক ভাবনা'-তে প্রায় রোজই একজনের মতামতই তুলে ধরা হচ্ছে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন