1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামায়াতের সব কর্মসূচিতে সমর্থন দেবে বিএনপি

২ জুলাই ২০১০

বাংলাদেশে জামায়াতে ইসলামির সব ধরনের আন্দোলন কর্মসূচিতে সমর্থন দেবে বিএনপি৷ তবে শুক্রবার মাঠে নামতে পারেনি জামায়াতের নেতা-কর্মীরা৷

https://p.dw.com/p/O9PH
গ্রেফতারকৃত জামায়াতে ইসলামির নেতা মাওলানা মতিউর রহমান নিজামীছবি: Mustafiz Mamun

জামায়াত নেতা নিজামী, মুজাহিদ ও সাঈদীকে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর কর্মসূচি থাকলেও রাব-পুলিশের ব্যাপক উপস্থিতির কারণে তা হয়নি৷ জামায়াতের নেতা-কর্মীরা বায়তুল মোকাররম মসজিদের ভেতরেই অবস্থান নিয়েছিলেন৷

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন জানিয়েছেন জামায়াতের সব ধরনের আন্দোলন কর্মসূচিতে তাঁর দল সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ বিএনপির সরকার বিরোধী আন্দোলনে সমর্থন দেয়ার কারণেই জামায়াতের নেতা-কর্মীদের ওপর নির্যাতন নেমে এসেছে, বলেন তিনি৷

তিনি জানান, আগামী ৭ই জুলাই সারা দেশে মানব বন্ধন কর্মসূচি রয়েছে৷ ওই কর্মসূচিতে বাধা দিলে ফল ভাল হবেনা৷

অন্যদিকে ঢাকায় এক সেমিনারে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের বলেছেন, হরতালে পুলিশ বাড়াবাড়ি করে থাকলে হরতাল সমর্থকরাও চুড়ান্ত বাড়াবাড়ি করেছে৷ মানুষ হত্যা করে যে হরতাল, তাতে জনগণের কল্যাণ হয়না৷

তিনি দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বলেন৷ তার মতে এজন্য সবার আগে বদলাতে হবে রাজনৈতিক নেতাদের৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক