1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানে দুর্যোগের ফলে ক্ষতির মুখে বাংলাদেশের গাড়ি শিল্প

২০ মার্চ ২০১১

সুনামির কারণে বাংলাদেশে জাপানি রিকন্ডিশনড গাড়ির আমদানি কমে যাবে৷ এতে মধ্যবিত্তের গাড়ি চড়ার স্বপ্ন যেমন ভেঙে যাবে, তেমনি মার খাবে রিকন্ডিশনড গাড়ির ব্যবসা৷ আর সরকার হারাবে বিপুল পরিমাণ রাজস্ব৷ বেড়ে যাবে গাড়ির দাম৷

https://p.dw.com/p/10cnL
গাড়ি চড়ার স্বপ্নছবি: Toyota

বাংলাদেশে প্রাইভেট কার বা ব্যক্তিগত ব্যবহারের জন্য যে সব গাড়ি আমদানি করা হয় তার প্রায় ৯৫ ভাগই আসে জাপান থেকে৷ এসব গাড়ি পুরনো বা রিকন্ডিশনড৷ জাপানি রিকন্ডিশনড গাড়ির দাম কম হওয়ায় বাংলাদেশের মধ্যবিত্তের গাড়ি চড়ার সাধ অনেকটাই পূরণ হচ্ছে৷ আর এই সব গাড়ি আমদানি ব্যবসায় নিয়োজিত রয়েছে দু'শতাধিক প্রতিষ্ঠান৷ গত বছর জাপান থেকে ৩০ হাজার রিকন্ডিশনড গাড়ি আমদানি করা হয়৷ আর চলতি বছরে টার্গেট ছিল ২০ হাজার৷ কিন্তু সে টার্গেট পূরণ হবে না বলে জানিয়েছেন রিকন্ডিশনড গাড়ি আমদানিকারক ব্যবসায়ীদের সংগঠন বারভিডার প্রেসিডেন্ট আব্দুল মান্নান চৌধুরি খসরু৷

তিনি ডয়চে ভেলেকে জানান, তারা সরকারকে প্রতিবছর ৩ হাজার কোটি টাকার মত কর দেন৷ আর বাংলাদেশের মধ্যবিত্ত জাপানের রিকন্ডিশনড গাড়ির ওপর নির্ভরশীল৷ তাঁর মতে, জাপানে সুনামির কারণে রিকন্ডিশনড গাড়ির ব্যবসায়ীদের ব্যবসা মার খাবে৷ সরকার রাজস্ব হরাবে, আর গাড়ির দামও যাবে বেড়ে৷ মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্ন পূরণ আরো কঠিন হয়ে পড়বে৷

বারভিডার প্রেসিডেন্ট মনে করেন, এই পরিস্থিতিতে সরকারকে কিছু উদ্যোগ নিতে হবে৷ এরমধ্যে অন্যতম হল পুরনো গাড়ির শুল্কহার কমানো এবং পুরনো গাড়ির ক্ষেত্রে সময়সীমা বাড়িয়ে দেয়া৷ যেমন পাঁচ বছরের বেশি পুরনো গাড়ি আমদানির শর্ত শিথিল করে ৭ থেকে ৮ বছর করা যেতে পারে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য