1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতীয় ফুটবল দলের খোল নলচে পাল্টে দিচ্ছেন ব্রাজিলের নতুন কোচ

২৮ জুলাই ২০১০

একের পর এক কোচ বদলের খবর আসছে৷ প্রথমে এলো ব্রাজিলের কোচ দুঙ্গাকে সরিয়ে দেবার খবর৷ এরপর এলো আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি মারাদনাকে অপসারণের খবর৷

https://p.dw.com/p/OWVU
ছবি: AP

আর্জেন্টিনার নতুন কোচের নাম এখনো প্রকাশ করা না হলেও, ব্রাজিল কিন্তু ঠিকই নিয়োগ দিয়ে দিয়েছে নতুন কোচকে৷ তাঁর নাম মানো মেনেজেস৷

দলের দায়িত্ব নেবার প্রায় সঙ্গে সঙ্গেই তিনি সাংবাদিকদের সামনে এসে উপস্থিত৷ বললেন, জাতির স্বপ্ন পূরণ করতে চান তিনি৷ এ জন্য তিনি নতুন করে ঢেলে সাজাবেন পুরো দলকে৷ আনুষ্ঠানিকভাবে কোচের দায়িত্ব নেয়ার পরই নিজের এমন অভিব্যক্তিই প্রকাশ করেন সাবেক এই ফুটবলার৷ বর্তমান দলটির খোল নলচে পাল্টে ফেলতে চান নতুন এই কোচ৷

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের কোয়ার্টারফাইনালে নেদারল্যান্ডস-এর কাছে ব্রাজিল ২:১ গোলে পরাজিত হয়ে ব্রাজিল টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর সাবেক কোচ দুঙ্গাকে সরিয়ে দেবার পর তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব দেয়া হয় মেনেজেসকে৷ ২০১৪ সালের বিশ্বকাপ হবে ব্রাজিলে৷ তার জন্য এখন থেকেই তিনি প্রস্তুত হচ্ছেন৷ নতুন এক ব্রাজিল দল গঠনেরও আভাস দিয়েছেন তিনি৷

অবশ্য মেনেজেসের প্রথম পরীক্ষা হবে আর্জেন্টিনায় ২০১১ সালের কোপা আমেরিকা এবং এরপর ২০১২ সালের লন্ডন অলিম্পিক৷

আগামী ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে ব্রাজিল৷ সেখানে নতুন কোচ এবারকার বিশ্বকাপে অংশ নেয়া দল থেকে ডানি আলভেস, রামিরেস, থিয়াগো সিলভা আর রবিনহো - মাত্র এই চারজন খেলোয়াড় রাখবেন বলে জানিয়েছেন৷ বাদ পড়ছেন লুসিও, কাকা-র মত খেলোয়াড়রা৷

মেনেজেস তাঁকে 'বিশ্বাস' করে কোচের দায়িত্ব দেয়ায় ব্রাজিলিয় ফুটবল কনফেডারেশনের উপর দারুণ খুশি৷ বললেন, কনফেডারেশনকে ধন্যবাদ৷

অত্যন্ত ধীরে সুস্থে, দেখে শুনে কথা বলেন তিনি৷ সব দিকে তাঁর বিচক্ষণ দৃষ্টি৷ ব্রাজিলের সমর্থকদের কাছে তিনি তাঁর 'আনুগত্য, স্বচ্ছতা ও সততার'নিশ্চয়তা দিয়ে বলেন, ''অপেক্ষা করুন৷ একটা ভালো দল এবং ভালো খেলা উপহার দেবো৷ ব্রাজিল ফুটবলের আশা স্বপ্ন প্রমাণে সক্ষম এমন খেলোয়াড় নির্বাচন করবো৷'

ব্রাজিলিয় ফুটবল কনফেডারেশনের প্রধান রিকাডো টেক্সেরিয়া নতুন কোচের জন্য শুভ কামনা করে বলেন, ''আমাদের লক্ষ্য ষষ্ঠবারের মত বিশ্বকাপ শিরোপা লাভ করা৷'' তাই ২০১৪ সালের বিশ্বকাপ পর্যন্ত 'ভাল মন্দ'সব কিছুতেই মেনেজেসকে সর্বাত্মক সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতিও দেয়া হয় কর্তাদের পক্ষ থেকে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক