1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলের কল, নাকি ফর্মুলা ওয়ান গাড়ি?

২৭ নভেম্বর ২০১৫

ছেলেবেলায় সহজপাঠে পড়েছিলাম: জল পড়ে, পাতা নড়ে৷ আজ ভাইরাল ভিডিও-র দুনিয়ায় এসে দেখছি – বা শুনছি – জল পড়ে, যেন ফর্মুলা ওয়ান রেসে লিউয়িস হ্যামিলটন কিংবা সেবাস্টিয়ান ফেটেল-এর গাড়ি৷

https://p.dw.com/p/1HDcg
Symbolbild Katzenwäsche
ছবি: CWindemuth/Fotolia

ব্যাপারটা কিছুই নয়৷ জলের কল একটা যান্ত্রিক বস্তু হলেও, প্রত্যেকটি জলের কলের একটা নিজস্ব আওয়াজ থাকে৷ বলা যেতে পারে, প্রত্যেকটি জলের কলের একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে৷ তবে কখনো-সখনো সেই ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে হয়৷

শেল কোম্পানি এককালে বিজ্ঞাপন দিত: তোমার (গাড়ির তেলের) ট্যাংকে যে ব্যাঘ্রশাবক আছে, তাকে জাগিয়ে তোলো৷ ঠিক সেইভাবেই, শুধু ট্যাপ ঘুরিয়ে বাথরুমের একটি জলের কলকে ফর্মুলা ওয়ান গাড়িতে পরিণত করেছেন এই রসিক ভদ্রলোক, যিনি স্পষ্টতই ফর্মুলা ওয়ান রেসিং-এর ভক্ত৷

শুনে দেখুন৷

এসি/এসবি