1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জর্জের বয়স এখন এক

১৪ জুলাই ২০১৭

মনে আছে সেই শিশু ওমব্যাটটির কথা, যে হৃদয় জিতে নিয়েছিল চার কোটি ফেসবুকারের? এক বছর বয়স হবার পর তার মনিব আরেকটি ভিডিও দিয়েছেন ফেসবুক ও টুইটারে৷ এরই মধ্যে এটিও ভাইরাল হয়ে গেছে৷

https://p.dw.com/p/2gU8T
একটি ওমব্যাটছবি: Getty Images/blickwinkel/J. Hauke

নাম তার জর্জ৷ এখন তার বয়স এক বছর৷ সে একটি শিশু ওমব্যাট৷ ছোট ভাল্লুকের মতো মিষ্টি দেখতে এই ওমব্যাটদের নিবাস অস্ট্রেলিয়ায়৷ এই প্রাণীগুলোর মায়েদের কোলে ক্যাঙ্গারুর মতো থলি আছে৷ গাড়ির নীচে চাপা পড়ে গত বছর যখন তার মা মারা যায়, তখন মায়ের কোলে থাকা জর্জ ভাগ্যক্রমে বেঁচে যায়৷ এক পথিক তাকে কুঁড়িয়ে পেলে পরে তার জায়গা হয় অস্ট্রেলিয়ান রেপটাইল পার্কে৷

জর্জের অপূর্ণ পরিবার পূর্ণতা পায় পার্কের জেনারেল ম্যানেজার টিম ফকনারের সান্নিধ্যে৷ ফকনার জর্জকে অনেক ভালোবাসেন৷ তাকে দুধ খাওয়ান এবং আদর করেন৷ সেও তাঁর পিছু ছাড়ে না৷ পেছন পেছন ঘুরতে থাকে৷ ছোট্ট জর্জের আট মাস আগের ভিডিওটি ব্যাপক গ্রহণযোগ্যতা পাওয়ার পর জন্মদিন উপলক্ষ্যে আরেকটি ভিডিও করেন টিম ফকনার৷ মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে ভিডিওটি দেয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ১২ লাখ বার তা দেখা হয়েছে৷ ভিডিওতে দেখা যায়, আট মাসে জর্জ অনেক মোটা সোটা হয়েছে৷ কিন্তু এখনো আগের মতোই ভালোবাসা চাই ওর৷

জেডএ/ডিজি