1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনসনের দুর্দান্ত বোলিংয়ে ফিরে এল অস্ট্রেলিয়া

১৭ ডিসেম্বর ২০১০

মিশেল জনসনের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে অ্যাশেজ সিরিজে এখনও টিকে থাকার আশা জিইয়ে রেখেছে অস্ট্রেলিয়া৷ শুক্রবার তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডকে মাত্র ১৮৭ রানে অল আউট করেছে তারা৷ ফলে এখন ২০০ রানের লিড অসিদের হাতে৷

https://p.dw.com/p/QeHL
Mitchell Johnson
উচ্ছ্বসিত মিশেল জনসন (ফাইল ফটো)ছবি: AP

বৃহস্পতিবার প্রথম দিনে অসিদের মাত্র ২৬৮ রানে অল আউট করে দিয়ে এবারের সিরিজে নিজেদের আধিপত্য ধরে রাখে ইংলিশরা৷ এরপর দ্বিতীয় দিনে যখন ব্যাট করতে নামে তখন তাদের সংগ্রহে কোন উইকেট না হারিয়ে ২৯ রান৷ সকালে দুই ওপেনার স্ট্রস ও কুক বেশ ভালোভাবেই ব্যাট করছিলেন৷ খানিক পর মিশেল জনসনের হাতে বল তুলে দেন অধিনায়ক পন্টিং৷ প্রথম স্পেল যখন শেষ করলেন জনসন, ততক্ষণে ইংল্যান্ডের পাঁচ উইকেট হাওয়া৷ জনসনের প্রথম স্পেলের বোলিং ফিগারটা এমন ৯-৩-২০-৪৷ প্রথম উইকেটের পতন ঘটে ৭৮ রানের মাথায়৷ গালিতে হাসির হাতে ধরা পড়েন কুক৷ এরপর যেন মড়ক লাগে ইংল্যান্ডের ইনিংসে৷ মাত্র ১২ বলের ব্যবধানে তিনজন ব্যাটসম্যানকে ফেরত পাঠান জনসন৷ কুক ছাড়াও আউট করেন ট্রট ও পিটারসন এবং একটু পরে কলিংউডকে৷ অন্যদিকে আরেক পেসার রায়ান হ্যারিস আউট করেন স্ট্রসকে৷ বিনা উইকেটে ৭৮ থেকে পাঁচ উইকেটে ৯৮ এ পরিণত হয় ইংল্যান্ডের ইনিংস৷

এরপর মাঝে খানিকটা বিরতি দিলেও ইংল্যান্ডের দুর্দশা কাটেনি৷ জনসনকে আবারও বোলিংয়ে ফিরিয়ে আনেন পন্টিং৷ হ্যারিস ও জনসনের মিলিত আক্রমণে শেষ ১০৯ রানে সবগুলো উইকেট হারায় ইংলিশরা৷ কে বলবে গত দুই ইনিংসে মাত্র ছয় উইকেট হারিয়ে ১২৪০ রান সংগ্রহ করেছে এই দল? মাত্র ৩৮ রান দিয়ে ছয় উইকেট নেন মিশেল জনসন৷ অন্যদিকে হ্যারিস নেন ৫৯ রানের বিনিময়ে তিন উইকেট৷ ইংল্যান্ডের ১৮৭ রানের ইনিংসে আয়ান বেল সর্বোচ্চ ৫৩ রান করেন৷

এদিকে ৮১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং-এ নামে পন্টিং এর দল৷ তবে মাত্র ৩৪ রানের মধ্যেই পন্টিং সহ দুই ব্যাটসম্যানকে আউট করে দিয়ে খানিকটা উত্তেজনা ফিরিয়ে আনেন পেসার স্টিভেন ফিন৷ এরপর ৬৪ রানের মাথাতে ক্লার্ককে আউট করেন ট্রেমলেট৷ তবে শেষ পর্যন্ত ইনিংসকে ধরে রেখেছেন শেন ওয়াটসন ও মাইক হাসি৷ দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ তিন উইকেটে ১১৯ রান৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক