1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গি ফায়সালের ভিডিও রেকর্ডিং প্রচার করল আল আরাবিয়া

১৫ জুলাই ২০১০

নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে ব্যর্থ বোমা হামলার ষড়যন্ত্রী ফায়সালের জ্বালাময়ী বিবৃতি প্রচার করল আল আরাবিয়া টিভি চ্যানেল৷ তবে, তার এই বক্তৃতার রেকর্ডিং কবে হয়েছিল, তা এখনও স্পষ্ট হয়নি৷

https://p.dw.com/p/OJNa
নিউ ইয়র্ক,জঙ্গি,আল আরাবিয়া,টাইমস স্ক্যোয়ার,বোমা হামলা,টিভি,ফায়সাল,Faisal,newyork,TV,USA
এই গাড়িতেই বোমা রেখেছিল ফায়সালছবি: AP

কোথায় কবে প্রচারিত হল এই ভিডিও

দুবাইভিত্তিক আল আরাবিয়া টিভি চ্যানেল বুধবার প্রচার করেছে নিউ ইয়র্কের টাইমস স্ক্যোয়ারে বোমা হামলার ব্যর্থ ষড়যন্ত্রের জঙ্গি ফায়সাল শাহজাদের এই ভিডিওটি৷ চল্লিশ মিনিটের ভিডিওতে ফায়সাল বিবৃতি দিয়ে জানিয়েছে, কেন সে টাইমস স্ক্যোয়ারে বোমা হামলা চালাতে গিয়েছিল৷ আফগান যুদ্ধের জবাব এবং ইরাকের আল কায়েদা নেতা আবু মুসাব আল জারকাওয়িকে হত্যার বদলা নিতেই এই হামলা, বলেছে ফায়সাল৷

ফায়সাল এখন অ্যামেরিকায় জেলবন্দি, তাহলে এই ভিডিও এল কোথা থেকে

পয়লা মে টাইমস স্ক্যোয়ারে একটি গাড়িতে বোমা রেখে চলে যায় ফায়সাল৷ এক স্থানীয় হকারের তত্পরতায় পুলিশ বোমাটি নিষ্ক্রিয় করতে সাফল্য পায়৷ বড়মাপের সহিংসতার হাত থেকে প্রায় বরাতজোরে বেঁচে যায় নিউ ইয়র্ক৷ এই ঘটনার ৫৩ ঘণ্টার মধ্যে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরের দুবাইগামী একটি বিমান থেকে ফায়সালকে গ্রেপ্তার করে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ সুতরাং এই ভিডিও অবশ্যই হামলার আগেই রেকর্ড করা হয়েছিল বলেই ধারণা করা হচ্ছে৷ হামলার আগে পাঁচমাস পাকিস্তানে ‘জঙ্গিদের আঁতুড়ঘর' বলে পরিচিত পেশোয়ারে বাস করেছিল ফায়সাল৷ টাইমস স্ক্যোয়ারের ব্যর্থ হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় ‘তেহরিক ই তালেবান' নামের পাকিস্তানি জঙ্গি সংগঠন৷ সুতরাং, এটা স্পষ্ট যে হামলার আগেই এই বিবৃতি রেকর্ড করার কাজটা সেরে রেখেছিল পাকিস্তানি মার্কিন নাগরিক ত্রিশ বছরের ফায়সাল৷ ভিডিওতে দেখা যাচ্ছে ফায়সালের পরণে আফগান তালেবান জঙ্গিদের পোষাক৷ মাথায় কালো পাগড়ি, ছাঁটা দাড়ি আর মুখে জিহাদি বুলি৷

Faisal Shahzah / New York / vereiteltes Attentat
ফায়সাল শাহজাদছবি: AP

আল আরাবিয়া এই ভিডিও সম্পর্কে আর কী তথ্য দিল

আল আরাবিয়া তেমন কোন তথ্য জানায় নি যাতে তদন্তের বিশেষ উপকার হতে পারে৷ তারা শুধু বলেছে, ফায়সালের সঙ্গে এই ভিডিও রেকর্ডিং-এই হাজির ছিল পাকিস্তানের বাজাউর এলাকার কুখ্যাত তালেবান নেতা ফকির মোহাম্মদ৷ কিন্তু আল আরাবিয়া সেই অংশটি ছেঁটে দিয়ে শুধু ফায়সালের অংশটিই তাদের অনুষ্ঠানে সম্প্রচার করেছে৷ ভিডিও বক্তৃতার পুরোটা জুড়েই ফায়সাল নামের ওই জঙ্গি যুবক অ্যামেরিকা বিরোধী বিভিন্ন কথাবার্তা বলেছে৷ তার মূল ভাষা ছিল ইংরেজি৷ তার বক্তব্য বিষয়ের মধ্যে সে একথাও জানায় যে ইসলামের যুদ্ধ সবেমাত্র শুরু হয়েছে৷ আগামীতে গোটা বিশ্বেই ছড়িয়ে পড়বে ইসলাম৷ এবং কর্তৃত্ব করবে৷ ভিডিওতে একটি বই থেকেও কিছুটা পাঠ করেছে ফায়সাল৷

কী বলছে যুক্তরাষ্ট্র

এখনও কোন সরাসরি প্রতিক্রিয়া শোনা যায়নি৷ যদিও ফায়সালকে গ্রেপ্তারের পর থেকেই দাবি করা হচ্ছিল আল কায়েদার সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে এই জঙ্গির৷ আল আরাবিয়ার ভিডিও নিয়েও শুরু হয়েছে তদন্ত৷ শীঘ্রই জানা যাবে এ বিষয়ে ওয়াশিংটনের অভিমত৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : হোসাইন আব্দুল হাই