1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্তর্জাতিক মেয়ে দিবস

৭ অক্টোবর ২০১৬

ঘরোয়া কাজের চাপে মেয়েরা একই বয়সের ছেলেদের তুলনায় শৈশব উপভোগের সুযোগটা অনেক কম পাচ্ছে৷ ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, সারা বিশ্বে মেয়েরা ঘরে ছেলেদের চেয়ে দিনে ১৬ কোটি ঘণ্টা বেশি কাজ করে৷

https://p.dw.com/p/2QzeY
Afghanistan Kinderarbeit Ziegelfabrik
ছবি: DW/O. Didar

আজ ৭ই অক্টোবর৷ ২০১১ সালে এই দিনটিকে ‘ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল'-এর মর্যাদা দেয় জাতিসংঘ৷ এ বছর এই দিবসকে সামনে রেখেই একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)৷ প্রতিবেদনে জানানো হয়, সারা বিশ্বে ৫ থেকে ১৪ বছর বয়সি ছেলে-মেয়েদের মধ্যে মেয়েরা প্রতিদিন ছেলেদের চেয়ে অনেক বেশি ঘরোয়া কাজ করে৷ পারিবারিক এসব কাজের জন্য মেয়েরা কোনো পারিশ্রমিক পায় না৷ এমন বিনা পারিশ্রমিকের ঘরোয়া কাজ একই বয়সের ছেলেদের চেয়ে মেয়েরা অন্তত শতকরা ৪০ ভাগ বেশি করে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে৷

প্রতিবেদনটির মাধ্যমে ইউনিসেফ আরো জানিয়েছে, ঘরে ঘরে মেয়েদের দিয়ে এভাবে ছেলেদের চেয়ে বেশি কাজ করানোর প্রবণতা এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার একাংশে সবচেয়ে বেশি৷ আর এ ক্ষেত্রে বিশ্বের সব দেশের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছে বুরকিনা ফাসো, ইয়েমেন এবং সোমালিয়া৷

বিশ্বের অনেক দেশে ছোট ছোট মেয়েদের দিয়ে ঘরের অনেক কাজই করানো হয়৷ রান্না করা, ঘর পরিষ্কার করা, পরিবারের অন্যান্য সদস্যদের যত্ন নেয়ার মতো কাজগুলো তো রয়েছেই, অনেকে পরিবারের মেয়েদের পানি বা রান্নার জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করতে ঘরের বাইরেও পাঠান৷

ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী, সারা বিশ্বে প্রতিদিন মেয়েরা সব মিলিয়ে ছেলেদের চেয়ে ঘরে অন্তত ১৬০ মিলিয়ন, অর্থাৎ ১৬ কোটি ঘণ্টা বেশি কাজ করে৷

এসিবি/জেডএইচ (থমসন রয়টার্স ফাউন্ডেশন)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য