1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছিয়াশি গ্রহে প্রাণীর সন্ধানে কাজ শুরু করল টেলিস্কোপ

১৪ মে ২০১১

ইটি’র কথা মনে আছে? ওই যে ভিন গ্রহের প্রাণী৷ পৃথিবীতে এসে যে অদ্ভুত সব কান্ড ঘটাচ্ছিলো৷ ভিন গ্রহের প্রাণীদের নিয়ে এরকম কতই না কাল্পনিক চরিত্র করা হয়েছে৷ রয়েছে কত গল্প৷

https://p.dw.com/p/11FsO
ভিন গ্রহের প্রাণীদের নিয়ে এরকম কতই না কাল্পনিক চরিত্র রয়েছেছবি: AP/Midway

এবার সত্যি সত্যিই ইটির খোঁজে নেমেছেন বিজ্ঞানীরা৷ তেমনটিই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিদরা৷

ভিন গ্রহে কোনো প্রাণী আছে কিনা তা জানার ইচ্ছা বিজ্ঞানীদের সেই কতদিন আগে থেকে৷ চাঁদ বা মঙ্গলগ্রহে প্রাণী রয়েছে কিনা এরআগে তা জানার চেষ্টা করেছেন বিজ্ঞানীরা৷ এবার যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় একটি বিশাল রেডিও টেলিস্কোপ বসিয়েছেন জ্যোতির্বিদরা৷ যে টেলিস্কোপটি পৃথিবীর মতো সম্ভাব্য ৮৬ টি গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা তার সন্ধান করবে৷

নাসা'র কেপলার মহাশূণ্য টেলিস্কোপের মাধ্যমে সম্ভাব্য ১২৩৫ টি গ্রহ সনাক্ত করা হয়েছে৷ এইগ্রহগুলোর মধ্যে ৮৬টিতে এই সপ্তাহ থেকে থেকে রেডিও স্টেশনের মাধ্যমে ২৪ ঘন্টা তথ্য উপাত্ত সংগ্রহ করা শুরু হয়েছে৷

সেই ১৯৮০'র দশকের মাঝামাঝি সময়ে এসইটিআই প্রকল্পের মাধ্যমে গ্রহগুলোতে অনুসন্ধানের কাজ একবার শুরু করা হয়েছিলো৷ কিন্তু বাজেটে ঘাটতির কারণে প্রকল্পটির কাজ বন্ধ হয়ে যায়৷ বর্তমান এলিয়েন টেলিস্কোপ অ্যারেই বা এটিএ প্রকল্পটি, এসইটিআই ইন্সটিটিউটের প্রকল্পের একটি অংশ৷ ২০০৭ সালে ‘এটিএ' ইউসি বার্কলে রেডিও অ্যাসট্রোনমি ল্যাবের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করে৷ আর এর অর্থায়নে ছিল এসইটিআই এবং দ্য ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন বা এনএসএফ৷ কিন্তু এখন আবার নতুন করে কাজ শুরু হয়েছে৷

তাহলে এখন অপেক্ষা ৷ দেখা যাক, ৮৬ টি গ্রহের কোথাও তেমন কোনো প্রাণী সত্যিই আছে কিনা৷ থাকলে সেটার মতো খবর তো আর কিছুই হতে পারে না৷ তাই নয় কী?

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়