1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ছাত্রীদের বোরকা পরতে বাধ্য করা যাবে না’

২৬ আগস্ট ২০১০

জামায়াতের ঢাকা মহানগর আমির আটক, সাবেক আমিরের বাসায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, বিরোধী দলীয় নেত্রীর ভাগ্নে আটক, বোরকা পরা নিয়ে সরকারি পরিপত্র এবং অ্যানথ্রাক্স সংক্রমণের খবরগুলোই আজকের পত্র-পত্রিকায় বেশি গুরুত্ব পেয়েছে৷

https://p.dw.com/p/OwaW
women, বোরকা, বাংলাদেশ, Burka, Bangladesh
ফাইল ছবিছবি: picture-alliance/dpa

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের বোরকা পরতে বাধ্য করা ও খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া যাবে না৷ বোরকা না পরার কারণে কোনো ছাত্রীকে নির্যাতন, হয়রানি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে তা শিক্ষকের অসদাচরণ বলে গণ্য হবে৷ বুধবার শিক্ষা সচিবের স্বাক্ষরিত এক পরিপত্রে এ আদেশ জারি করা হয়৷ দৈনিক জনকণ্ঠ, সমকাল, কালের কণ্ঠ, নিউ এইজ, ডেইলি স্টারসহ প্রায় সব পত্রিকাতেই বেশ গুরুত্বের সাথে ছাপানো হয়েছে খবরটি৷ এতে বলা হয়েছে, এ পদক্ষেপ গ্রহণ সম্পর্কে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণমাধ্যমকে বলেন, 'প্রথমত হাইকোর্টের একটি আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দ্বিতীয়ত, এ রায়ের সঙ্গে সরকার সম্পূর্ণ একমত৷ আমরা মনে করি, প্রত্যেকেরই ব্যক্তিস্বাধীনতা আছে৷ কেউ কাউকে জোর করে কোনো পোশাক পরিধানে বাধ্য করতে পারে না৷'

কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে সভা-সমাবেশ নিষিদ্ধ

কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা রক্ষার্থে মূল বেদিতে সব ধরনের রাজনৈতিক সমাবেশ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে হাইকোর্ট৷ একই সঙ্গে ৮টি নির্দেশনাও প্রদান করেছে৷ দৈনিক কালের কণ্ঠ, ইত্তেফাক, জনকণ্ঠ, বার্তা সংস্থা বিডিনিউজসহ প্রায় সব পত্রিকা প্রকাশ করেছে এই খবর৷ জানা গেছে, বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহম্মেদ এবং বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ বুধবার এই আদেশ দিয়েছে৷ একই সঙ্গে ভাষা আন্দোলনে শহীদদের মরণোত্তর পদক এবং জীবিতদের জাতীয় পদক ও আর্থিক সহযোগিতা দেয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ উল্লেখ্য, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের মর্যাদা রক্ষার জন্য জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ-এর পক্ষে একটি রিট দায়ের করা হয়৷ রিট পিটিশনের শুনানি শেষে এসব নির্দেশ দিল হাইকোর্ট৷

সারাবছর শজনে পাওয়ার বিশেষ পদ্ধতি উদ্ভাবন

ভেষজগুণ সমৃদ্ধ মৌসুমি সবজি শজনে এখন সারাবছরই গাছে ধরবে৷ সারাবছর শজনে পাওয়ার এ বিশেষ পদ্ধতি উদ্ভাবন করেছে কাপ্তাই উপজেলার রাইখালী কৃষি গবেষণা কেন্দ্র৷ একটি মৌসুমি সবজি সারা বছর উত্পাদিত হওয়ার সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা৷ দৈনিক আমারদেশ পত্রিকা প্রকাশ করেছে এই সাফল্যের খবর৷ খবরে বলা হয়েছে, ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে শজনে গাছে ধরে এবং পুরো বছরে মাত্র সপ্তাহ দুই এ শজনে চড়া দামে বাজারে পাওয়া যায়৷ তবে রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত পদ্ধতির ফলে বারোমাসি শজনের বাণিজ্যিক চাষাবাদে কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে কৃষি বিজ্ঞানীরা মত প্রকাশ করেন৷

গ্রন্থনা: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী